খেলাধুলা

তাসকিন-সানিকে বাদ দেওয়া অযৌক্তিক

অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে বাংলাদেশের দুই বোলার আরাফাত সানি ও তাসকিন আহমেদের উপর আইসিসির সাময়িক নিষেধাজ্ঞার বিষয়টি অযৌক্তিক মনে করছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ইয়ান চ্যাপেল।ক্রিকইনফোর এই ক্রিকেট বিশ্লেষক এক সাক্ষাৎকারে বলেন, টুর্ণামেন্টের মাঝপথে বাংলাদেশের দুই বোলারকে বাদ দেয়ার কোন যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। এ বিষয়ে টুর্নামেন্টের আগেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত। বাংলাদেশের জন্য সমবেদনা জানিয়ে তিনি বলেন, দুই গুরুত্বপূর্ণ বোলারকে হারানোর ক্ষত কাটিয়ে ওঠা তাদের জন্য খুবই কঠিন। আমি আশা করি তারা এ সমস্যা দ্রুতই কাটিয়ে উঠবে।উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ (সোমবার) মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। আরএ/এমআর/পিআর

Advertisement