আন্তর্জাতিক

২৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো রোমানিয়া

চলতি মাসের প্রথম দুই সপ্তাহে বিভিন্ন দেশের ৫৮ জন অনিয়মিত অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে রোমানিয়ার অভিবাসন পুলিশ। এদের মধ্যে ২৬ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে রোমানিয়ার জেনারেল ইনসপেক্টরেট ফর ইমিগ্রেশনের (আইজিআই) তথ্য ও জনসংযোগ কার্যালয়।

Advertisement

আইজিআই জানিয়েছে, গত ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত প্রায় ৬০ জন অনিয়মিত অভিবাসীকে ফেরত পাঠানোর উদ্যোগ নেন অভিবাসন পুলিশের কর্মকর্তারা।

তাদের ফেরত পাঠানোর কারণ হিসেবে অনিয়মিত পথে রোমানিয়ার রাষ্ট্রীয় সীমান্ত অতিক্রমের চেষ্টা এবং অনথিভুক্ত অবস্থায় বসবাসের অভিযোগ আনা হয়েছে।

ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে ২৬ জন বাংলাদেশের, ১১ জন নেপালের, আটজন পাকিস্তানের এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক।

Advertisement

আটক সাত অভিবাসীগত ২২ আগস্ট হেনরি কোন্ডা বিমানবন্দর বর্ডার পয়েন্ট থেকে সাতজনকে আটক করেছে বুখারেস্ট অভিবাসন পুলিশ।

সংশ্লিষ্ট অভিবাসীদের ডাবলিন বিধিমালার আওতায় অস্ট্রিয়া থেকে স্থানান্তর করা হয়। তাদের মধ্যে পাঁচ ব্যক্তিকে রোমানিয়া থেকে জোরপূর্বক অপসারণ না হওয়া পর্যন্ত ওটোপেনি ডিটেনশন সেন্টারে রাখা হবে।

১৯ থেকে ৩৮ বছর বয়সী এই পাঁচ অভিবাসী বাংলাদেশ, পাকিস্তান এবং সিরিয়ার নাগরিক। তাদের বিরুদ্ধে অনিয়মিত পথে সীমান্ত অতিক্রমের অভিযোগ আনা হয়েছে।

রোমানিয়ার জরুরি অধ্যাদেশের বিধান অনুসারে, ফেরত পাঠানোর সময় এসব অভিবাসীদের ওপর ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল এবং সুইস কনফেডারেশনের সদস্য রাষ্ট্রগুলোতে প্রবেশে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হবে।

Advertisement

বাকি দুই অভিবাসী রোমানিয়ায় আন্তর্জাতিক সুরক্ষার জন্য আবেদন করেছেন। আবেদনের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাদের আশ্রয়প্রার্থীদের জন্য নির্ধারিত আঞ্চলিক কেন্দ্রে রাখা হবে।

সূত্র: ইনফো মাইগ্রেন্টসকেএএ/