খেলাধুলা

মাশরাফিকে ধন্যবাদ জানালেন তাসকিন

মাত্র দুদিন আগেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ঘটে গেল এক দুঃখজনক ঘটনা। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ করা হয়েছে টাইগার পেসার তাসকিন আহমেদ ও বাঁহাতি স্পিনার আরাফাত সানিকে। তাদের নিষিদ্ধ করার ঘটনায় ক্ষুব্ধ দেশের কোটি ক্রীড়াপ্রেমী।  চেন্নাস্বামী স্টেডিয়ামে রোববার সংবাদ সম্মেলনে দলের প্রিয় সতীর্থ তাসকিনের প্রসঙ্গ উঠতেই কেঁদেছেন মাশরাফি। তাসকিনের অ্যাকশনে কোন সমস্যা নেই উল্লেখ করে মাশরাফি বলেছিলেন, ‘তাসকিনের অ্যাকশনে কোন সমস্যা নেই। আমার মনে হয় তার প্রতি অবিচার করা হয়েছে। তবুও আমরা বিসিবির দিকে চেয়ে আছি।’ এদিকে আগের দিন তাসকিনকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করেছেন বাংলাদেশ দলের সবাই। তবে এ ক্ষেত্রে মূখ্য ভূমিকা ছিল টাইগার দলপতির। প্রিয় সর্তীর্থকে শুধু সান্ত্বনাই দেননি, জুগিয়েছেন আত্মবিশ্বাস। মাশরাফির এমন সমর্থনে তাকে ধন্যবাদ জানিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। সোমবার (২১ মার্চ) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ ধন্যবাদ জানান। স্ট্যাটাসে টাইগার দলপতির সাথে দেয়া একটি ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, সব সময় আমাকে সমর্থন দেয়ার জন্য ধন্যবাদ।আরএ/এমআর/এমএস

Advertisement