খেলাধুলা

‘২০১৯ সালে কত রান করেছি সেটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ না’

সাকিব আল হাসানের ধরনটাই এমন। তিনি বরাবরই শতভাগ পেশাদার, আবেগ-অনুভূতির স্থান নেই খেলার বেলায়। তাই নিজে খুব ভালো করলেও উচ্ছ্বসিত হন না, আবার খারাপ করলেও তা নিয়ে দুশ্চিন্তা করেন না।

Advertisement

২০১৯ বিশ্বকাপে রীতিমত স্বপ্নের ফর্মে ছিলেন সাকিব। ব্যাট হাতে ৬০৬ রানের সঙ্গে বল হাতে নিয়েছিলেন ১০ উইকেট। আরও একবার কি এমন পারফরম্যান্স সম্ভব? সাকিব অবশ্য অতীত নিয়ে পড়ে থাকার পক্ষপাতী নন।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘চার বছর আগে যা করেছি তার মানে এই না যে চার বছর পরেও সেটাই করতে পারব। এগুলো আসলে খুবই কঠিন ব্যাপার। তবে দলের প্রয়োজনে যার যেখানে খেলার প্রয়োজন, সে যদি সেখানে সেটা করতে পারে, তবে সেখানে আসলে দলের লাভ হবে।’

সাকিব যোগ করেন, ‘আমি ২০১৯ সালে কত রান করেছি সেটা আসলে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ না। এতে কিছুই বহন করে না। তবে যে কোনো জায়গায় দলের জন্য কিছু করতে পারলে আমি সেটা উপভোগ করি।’

Advertisement

এমএমআর/জেআইএম