পৃথিবীটার বয়স বেড়েছে
Advertisement
পৃথিবীটার বয়স বেড়েছেক্রমশ যাচ্ছে বুড়িয়ে হাড়-চামড়ায় জং ধরেছেমস্তিষ্ক চলছে খুঁড়িয়ে।
সূর্যটারও বয়স হয়েছে ঢেরচোখে সেঁটেছে চশমা চাঁদ তো দেউলিয়া আগেইকী দেখাবে কারিশমা?
ফুল বাগিচার গন্ধ এখনডাস্টবিনেতেই মেলেফুল ফোটাতে পয়সা-কড়ি অযথা ফেলবে কেন জলে?
Advertisement
পৃথিবীটার বয়স বেড়েছে ঢের হয়েছে প্রবীণ জ্ঞান কুড়াতে কারোরই এখনযেতে হয় না চীন।
অন্ধ ব্যাটাই ভরসা এখনচক্ষুওয়ালার দৃষ্টি গেছে খোয়াপ্রজন্ম চলে হেলান দিয়েকেউ বসে কেউবা আধশোয়া।
পৃথিবীটার বয়স বেড়েছে ঢের হয়েছে বুড়োজন্তু-জানোয়ার জবান পেয়েছেডাকছে তাকে খুড়ো।
****
Advertisement
পৃথিবীটার অসুখ করেছে
পৃথিবীটার অসুখ করেছেকঠিন বেঁধেছে ব্যামো পাগল মাতাল সুস্থ সবাইসুস্থদের বাড়ে মাতলামো।
পৃথিবীটার রূপ বদলেছেচিত্র এখন ভিন্ন হরিণ তাড়িয়ে বেড়ায় মোষজঙ্গল থেকে উধাও বাঘের চিহ্ন।
বনের রাজা গুহার ভেতর গুটিয়ে নিয়েছে ল্যাজশূকরগুলো স্বাধীন এখনশকুন করছে রাজ।
শেয়াল পণ্ডিত শিষ্য এখনগুরু এখন রামছাগলশোকে-দুঃখে কচ্ছপটা তাইখোল ছাড়িয়ে বাজায় ঢোল।
খরগোশ ব্যাটা ব্যাঙ হয়েছেডাকছে ঘ্যাঙরঘ্যাঙ! ব্যাঙ হয়েছে খরগোশ এখন ছুটছে দ্যাখো উপড়ে তুলে ঠ্যাং।
পাখিগুলো খাঁচায় ঢুকেছেআকাশে উড়ছে যুদ্ধবিমান শেয়াল পণ্ডিত বুদ্ধু এখনরামছাগলটাই বড় ধীমান।
ভাগ্য ভালো ডাইনোসরটাআগেই গেছে চলিপাঠার বদলে নইলে ব্যাটানির্ঘাত হতো বলি!
সারাশরীর কালো কাকেরপুচ্ছটা তার সাদানুনের বোঝা বইছে মানুষ মনিব হয়েছে গাধা।
বানরের পিঠে চড়ছে হাতিহাতির পড়েছে দাঁতমোষের ভয় পোষে নেকড়ে চিতা কুপোকাত।
সারাশরীর সাদা পায়রারডানা দুটি তার কালোবুঝি ল্যাজ নাড়া কুকুর কেন ভালোফণা তোলা সাপটা কেন কালো?
কবি: শিক্ষার্থী, ইংরেজি সাহিত্য বিভাগ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ।
এসইউ/এমএস