বিনোদন

ব্যাচেলর পয়েন্টের ‘হাবু’ এখন বিবাহিত

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘হাবু’ খ্যাত অভিনেতা চাষী আলম নতুন জীবনে পদার্পণ করেছেন। তিনি এখন বিবাহিত। শুক্রবার (২৫ আগস্ট) রাতে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে নিকট আত্মীয়দের নিয়ে স্বল্প পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এ অভিনেতার।

Advertisement

এর আগে বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে গায়েহলুদের পরপর কাবিন করা হয় চাষী আলমের। গতকাল শুক্রবার রাতে অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্ত্রী তুলতুল ইসলামকে ঘরে তোলেন তিনি। জানা যায়, চাষী আলমের অভিনয়ের ভক্ত ছিলেন তার স্ত্রী তুলতুল। এরপর পরিচয়। সেই থেকে পরিণয়ে গড়ালো তাদের সম্পর্ক। এখন তারা স্বামী-স্ত্রী।

আরও পড়ুন: আজ ‘হাবু’ খ্যাত অভিনেতা চাষী আলমের বিয়ে

এ প্রসঙ্গে চাষী আলম বলেন, ‘তুলতুলের এক ভাগনে আমার কাজের ভক্ত। একদিন উত্তরার এক দোকানে কয়েকজন বন্ধু মিলে চটপটি খাচ্ছিলাম। ভাগনের সঙ্গে সেখানে তুলতুলও চটপটি খেতে এসেছিল। আমাকে দেখে তুলতুল ও তার ভাগনে ছবি তুলল। আমার অভিনয়ের প্রশংসা করল। ওই দিনই প্রথম পরিচয়। আমার ফোন নম্বর নিয়েছিল।’

Advertisement

আরও পড়ুন: ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবুর আজ গায়ে হলুদ

তিনি আরও বলেন, ‘এর কিছুদিন পর ফোনে আমাদের দুজনের কথা আদান–প্রদান শুরু হয়। একটা পর্যায়ে পরস্পরের প্রতি ভালো লাগা কাজ করে। বেশি দিন তো প্রেমের স্বাদ নিতে পারলাম না। চাচি ও মায়ের চাপাচাপিতে তাড়াতাড়িই বিয়ে হয়ে গেল। তুলতুলের সঙ্গে আমার আংশিক বা স্বল্পদৈর্ঘ্য প্রেমের বিয়ে বলতে পারেন।’

চাষী আলমের স্ত্রী তুলতুল ইসলামের ডাক নাম মোহনা। গত বছর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছেন মোহনা।

এবার ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়। তার অধিকাংশ নাটকই ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল বেশ কয়েকদিন। এর মধ্যে তুমুল সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।

Advertisement

এমআই/এমএমএফ/এএসএম