দেশজুড়ে

মেঘনায় ৩৫ যাত্রী নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ১

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনায় ৩৫ যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ৩৪ জনকে উদ্ধার করা হলেও মোহাম্মদ শাহজাহান (৪০) নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

Advertisement

শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে তমরুদ্দির কোরালিয়া ঘাটে যাওয়ার সময় চর আতাউর সংলগ্ন মাঝনদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ মোহাম্মদ শাহজাহান হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে। তাকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।

উদ্ধার হওয়া যাত্রীরা জানান, বিকেলে নদী পার হওয়ার জন্য তারা ছোট একটি নৌকায় ওঠেন। এটি মাঝনদীতে যাওয়ার পর ঢেউয়ের তোড়ে উল্টে গিয়ে ডুবে যায়। পরে পাশের জেলে নৌকায় ৩৪ জন উঠতে পারলেও শাহজাহানকে খুঁজে পাওয়া যায়নি।

Advertisement

আরও পড়ুন>> নিহতরা ছিলেন সহকর্মী, যাচ্ছিলেন আনন্দ ভ্রমণে

খবর পেয়ে হাতিয়া বিসিজি স্টেশন দক্ষিণ জোনের কোস্টগার্ড সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যাত্রী নেওয়ায় ট্রলারটি ডুবে যায়।

স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার প্রবির কুমার (পিও) রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অন্ধকার থাকায় রাতে উদ্ধার কাজে বিরতি দেওয়া হয়েছে। সকাল থেকে আবারও উদ্ধার অভিযান চালাবে কোস্টগার্ড।

Advertisement

ইকবাল হোসেন মজনু/ইএ