বাজারে পছন্দের ব্র্যান্ডের ফোন এলেই সেটি কেনার জন্য অস্থির হয়ে ওঠেন অনেকে। এক্ষেত্রে আগের ফোনটি বিক্রি করে দেন কিংবা ঘরেই ফেলে রাখেন। ব্যবহৃত মোবাইল ফোন বিক্রি করা মোটেই নিরাপদ নয়, নানান ঝামেলায় পড়তে হয়। এক্ষেত্রে পুরোনো ফোনটিকে বিভিন্নভাবে কাজ লাগাতে পারেন।
Advertisement
এই যেমন ধরুন, পুরোনো মোবাইল ফোনটিকে ঘরের সিসি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারেন। বই বা জরুরি পিডিএফ স্টোরের কাজেও ব্যবহার করতে পারেন। আবার চাইলে এটিকে ডিজিতাল একটি ফটোফ্রেম বানিয়ে নিতে পারেন।
স্মার্টফোন ছাড়াও ঘরে যদি পুরোনো ট্যাবলেট থাকে তবে এটি আরও ভালো হবে। অর্থাৎ এখন আপনি আপনার ট্যাবলেট বা স্মার্টফোনকে ডিজিটাল ফ্রেমে পরিণত করতে পারবেন। এই ডিজিটাল ফ্রেমে আপনি যত খুশি ছবি রাখতে পারবেন। এই ফটোগুলি সময়ে সময়ে অটোমেটিকভাবে পরিবর্তিত হতে থাকবে।
আরও পড়ুন: মোবাইল ফোন বিস্ফোরণ ঠেকাতে কী করবেন?
Advertisement
চলুন জেনে নেওয়া যাক কীভাবে পুরোনো মোবাইল ফোনটিকে ডিজিটাল ফ্রেম বানাবেন-
>> গুগল প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েডে ফটো-ডিজিটাল ফটো ফ্রেম ইনস্টল করুন এবং আইওএসে ডিভাইসে লাইভফ্রেম ইনস্টল করুন।
>> এবার অ্যাপটি বিভিন্ন বিবরণ চাইবে, তা পূরণ করুন।
>> এবার স্ক্রিনে কিছু ছবি সিলেক্ট করুন, এতে আপনি ফোনের গ্যালারি বা ক্লাউড স্টোরেজ থেকে ফটো কানেক্ট করতে পারবেন।
Advertisement
>> ফটো সিলেক্ট করার পর, আপনি এটিতে আপনার পছন্দের যে কোনো মিউজিক সেট করতে পারবেন।
>> ছবির সময় কাস্টমাইজ করতে পারবেন এবং আপনার পছন্দের মিউজিক ভলিউম সিলেক্ট করতে পারবেন।
সূত্র: সিনেট
কেএসকে/জিকেএস