বিনোদন

একনজরে এবারের ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার

ভারতের ‘৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ ঘোষণা করা হয়েছে আজ (২৪ আগস্ট)। এতে সেরার তালিকায় রয়েছে জনপ্রিয় তারকাদের নাম। এর মধ্যে আলিয়া ভাট, কৃতী শ্যানন, আল্লু অর্জুন, পঙ্কজ ত্রিপাঠীর মতো তারকাদের নাম প্রথমেই উঠে আসছে। কারও ভাগ্যে জুটেছে সেরা অভিনেতার তকমা, আবার কারও মুকুটে যুক্ত হয়েছে সেরা সিনেমার শিরোপা।

Advertisement

‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমার জন্য আলিয়া ভাট ও ‘মিমি’ সিনেমার জন্য কৃতী শ্যানন পেলেন সেরা অভিনেত্রীর তকমা, অন্যদিকে সেরা অভিনেতা হলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। সেরা ফিচার ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে আর মাধবন অভিনীত ও পরিচালিত ‘রকেটরি: দ্য নাম্বি এফেক্ট’। একাধিক বিভাগে পুরস্কার পেয়েছে টিম ‘আরআরআর’।

এবার একনজরে দেখা যাক ‘৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার’-এর ‘ফিচার ফিল্ম’ বিভাগের তালিকা-

সেরা ফিচার ফিল্ম: ‘রকেটরি: দ্য নাম্বি এফেক্ট’সেরা পরিচালক: নিখিল মহাজন (গোদাবরী)সেরা জনপ্রিয় সিনেমা সরব হোলসাম এন্টারটেনমেন্ট: ‘আরআরআর’নার্গিস দত্ত অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিচার ফিল্ম অন ন্যাশনাল ইন্টিগ্রেশন: ‘দ্য কাশ্মীর ফাইলস’সেরা অভিনেতা: আল্লু অর্জুন (পুষ্পা: দ্য রাইজ)সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি) ও কৃতী শ্যানন (মিমি)সেরা সাপোর্টিং অভিনেতা: পঙ্কজ ত্রিপাঠী (মিমি)সেরা সাপোর্টিং অভিনেত্রী: পল্লবী যোশী (দ্য কাশ্মীর ফাইলস)সেরা স্ক্রিনপ্লে (অরিজিন্যাল): ‘নায়াট্টু’সেরা স্ক্রিনপ্লে (অ্যাডপ্টেড): ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’সেরা মিউজিক ডিরেকশন (গান): দেনী শ্রীপ্রসাদ (পুষ্পা)

Advertisement

সেরা মিউজিক ডিরেকশন (আবহ): এম এম কীরাবাণী (আর আর আর)সেরা পুরুষ প্লেব্যাক সিঙ্গার: কালা ভৈরব (আর আর আর)সেরা নারী প্লেব্যাক সিঙ্গার: শ্রেয়া ঘোষাল (ইরাভিন নিজহাল)সেরা গীতিকার: চন্দ্রবোস (কোন্ডা পোলাম-এর ধম ধম ধম)সেরা অডিওগ্রাফি (সাউন্ড ডিজাইনার): অনীশ বসু (ঝিল্লি)সেরা কোরিওগ্রাফি: প্রেম রক্ষিত (আর আর আর)

সেরা সিনেম্যাটোগ্রাফি: অভীক মুখোপাধ্যায় (সর্দার উধম)সেরা স্পেশাল এফেক্টস: শ্রীনিবাস মোহন (আর আর আর)সেরা প্রোডাকশন ডিজাইন: ‘সর্দার উধ’সেরা সম্পাদনা: ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’সেরা স্টান্ট কোরিওগ্রাফি: কিং সলোমন (আর আর আর)স্পেশাল জুরি অ্যাওয়ার্ড: ‘শেরশাহ’, ‘বিষ্ণুবর্ধন’সেরা বাংলা সিনেমা: ‘কালকক্ষ: হাউজ অফ টাইম’সেরা হিন্দি সিনেমা: ‘সর্দার উধম’

‘৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ ঘোষণার পর এ নিয়ে এখন ভারতীয় শোবিজে চলছে তুমুল আলোচনা। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতজুড়ে চলছে নানান ধরনের মন্তব্য। যেসব তারকা এ পুরস্কার জিতেছেন তাদের ভক্ত-অনুরাগীরা এখন শুভেচ্ছা জানাচ্ছেন।

এমএমএফ/জেআইএম

Advertisement