সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নলজোড়া নদীর ওপরে ভেঙে যাওয়া বেইলি সেতুর মেরামত কাজ শুরু হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল থেকে সেতুটির মেরামত কাজ শুরু হয়। এটি মেরামত করতে আনুমানিক ৫০ লাখ টাকা খরচ হবে।
দুই থেকে তিনদিনের মধ্যে সেতু দিয়ে যানচলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
আরও পড়ুন: সেতু ভেঙে ট্রাক নদীতে পড়ে প্রাণ গেলো চালক-সহকারীর
Advertisement
সওজ সূত্র জানায়, মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা থেকে সিমেন্ট বহনকারী একটি ট্রাক বেইলি সেতুটির ওপরে উঠলে এটি ভেঙে ট্রাক নদীতে পড়ে যায়। এতে ট্রাকচালক ও হেলপার মারা যান। এ ঘটনায় জগন্নাথপুরের এ সড়কের সঙ্গে ঢাকার সরাসরি সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে। এতে রাণীগঞ্জ ইউনিয়নের ১০টি গ্রামের লক্ষাধিক মানুষ ভোগান্তি পড়েছেন।
সেতু মেরামত করতে আসা শ্রমিক হোসেন মিয়া জাগো নিউজকে বলেন, তিন থেকে চারদিনের মধ্যে সেতু মেরামতের কাজ শেষ হয়ে যাবে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জাগো নিউজকে বলেন, সেতুটির ভাঙা অংশ মেরামতের কাজ শুরু হয়েছে। এটি মেরামতে ৫০ লাখ টাকার মতো খরচ হবে।
লিপসন আহমেদ/এসআর/জেআইএম
Advertisement