জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ২১ মার্চ ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘৩৪তম বিসিএসের প্রশ্নোত্তর’ নিয়ে জাগো জবসের শেষ পর্বের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ প্রতিপালিত হয় প্রতিবছরের-উত্তর : ৩১ মে।২. প্রশ্ন : কোপেন হেগেন কোন দেশের রাজধানী?উত্তর : ডেনমার্ক।৩. প্রশ্ন : মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?উত্তর : ১০ এপ্রিল ১৯৭১।৪. প্রশ্ন : (5^(n 2)35*(5^(n-1)))/4*5^n এর মান কত?উত্তর : 8.৫. প্রশ্ন : A = {1, 2, 3} B = ∅ হলে A ∪ B = কত?উত্তর : {1, 2, 3}।৬. প্রশ্ন : x + y = 2, x^2 + y^2 = 4 হলে x^3 + y^3 = কত?উত্তর : 8.৭. প্রশ্ন : N.B stands for -উত্তর : Nota bene.৮. প্রশ্ন : বিষমবাহু ΔABC-এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে, AD মধ্যমা দ্বারা গঠিত ΔABD-এর ক্ষেত্রফল x বর্গমিটার। ΔABC-এর ক্ষেত্রফল কত?উত্তর : 2x বর্গমিটার।৯. প্রশ্ন : একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ১৩২ সেন্টিমিটার ও ১৩৮৬ বর্গসেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য কত?উত্তর : ৪২ সেন্টিমিটার।১০. প্রশ্ন : একটি পঞ্চভুজের সমষ্টি-উত্তর : ৬ সমকোণ।১১. প্রশ্ন : ঘড়িতে এখন ৮টা বাজে। ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো-উত্তর : ১২০।১২. প্রশ্ন : ২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?উত্তর : ৮ ফুট।১৩. প্রশ্ন : Fill in the blank of the following sentence with the right form of verb. if I _____ a king!উত্তর : were.১৪. প্রশ্ন : In Cricket game the length of the pitch between th two wickets is -উত্তর : 22 yards.১৫. প্রশ্ন : Badminton is the national sport of -উত্তর : Malaysia.১৬. প্রশ্ন : ইদানিং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন অবস্থায়-উত্তর : সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন।১৭. প্রশ্ন : এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হল?উত্তর : ১১।১৮. প্রশ্ন : ক খ-এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ-এর মা, চ, ঘ-এর পুত্র। চ-এর সংগে ক-এর সম্পর্ক কী?উত্তর : ক এর মামা চ।এসইউ/এমএস

Advertisement