আন্তর্জাতিক

প্রবল বৃষ্টির মধ্যেই কাবা তাওয়াফ করছেন মুসল্লিরা, ভিডিও ভাইরাল

হঠাৎ তুমুল ঝড়, বৃষ্টি, বজ্রপাত আর আকস্মিক বন্যার কবলে পড়েছে সৌদি আরবের পবিত্র মক্কা নগরী। এর ফলে চরম বিপাকে পড়েন ওমরাহ পালনকারীরা। বিরূপ আবহাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয় শহরের স্কুলগুলো।

Advertisement

মঙ্গলবার (২২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রবল বৃষ্টির মধ্যেই পবিত্র কাবা শরীফ তাওয়াফ করছেন ধর্মপ্রাণ মুসলিমরা। ভারী বৃষ্টি আর ঝড়ো বাতাসে টেনে নিয়ে যাচ্ছে আশপাশের বিভিন্ন জিনিস। বাতাসের তোড়ে পা পিছলে পড়ে যাচ্ছেন কেউ কেউ।

আরও পড়ুন>> বৃষ্টির পর বেগুনি ফুলে ছেয়ে গেছে সৌদির মরুভূমি

• Challenging moments were experienced during the tawaf around the Kaaba• Street and road flooding occurredThe storm and heavy rainfall that affected Mecca were captured on cameras https://t.co/kmmbVB4k3y pic.twitter.com/8oz4V8nO0b

Advertisement

— Anadolu English (@anadoluagency) August 23, 2023

ভাইরাল আরেকটি ভিডিওতে দেখা যায়, ঐতিহাসিক ফেয়ারমন্ট মক্কা ক্লক রয়্যাল টাওয়ারের চূড়ায় একের পর এক আঘাত হানছে বজ্রপাত।

আরও পড়ুন>> সবুজ হয়ে উঠছে মক্কা-মদিনার পাহাড়-পর্বত, ভিডিও ভাইরাল

সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেন আল-কাহতানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, মক্কায় আঘাত হানা ঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি। তিনি জানান, এদিন নগরীর আল-কাকিয়া এলাকায় ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার (১.৮ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

A powerful storm and heavy rain covered the city of Mecca in Saudi Arabia. Lightning hit the Clock Tower on August 22pic.twitter.com/j64raNtBPu

Advertisement

— Massimo (@Rainmaker1973) August 23, 2023

সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে মক্কার বিভিন্ন এলাকায় বন্যার দৃশ্য দেখা গেছে। এসময় স্থানীয়রা রাস্তা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হন।

আরও পড়ুন>> সৌদি আরবে বিরল শিলাবৃষ্টি!

এদিনের দৃশ্যগুলো মক্কায় ২০১৫ সালের ভয়ংকর স্মৃতি মনে করিয়ে দেয়। ওইদিন গ্রান্ড মসজিদে ঝড়ের আঘাতে একটি ক্রেন ভেঙে পড়ে অন্তত ১০০ জন নিহত এবং কয়েকশ জন আহত হন।

A passing storm brings heavy rain and strong winds to the Grand Mosque in Mecca, Saudi Arabia pic.twitter.com/Etz3JfUYJ9

— TRT World Now (@TRTWorldNow) August 23, 2023

অবশ্য মঙ্গলবারের ঝড়-বৃষ্টি-বন্যায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আকস্মিক বন্যার পানিও বেশিরভাগ জায়গায় বুধবার সকালের মধ্যে নেমে গেছে। তবে এখনো পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না মক্কার বাসিন্দারা।

আরও পড়ুন>> মরুর বুকে সবুজ ভরিয়ে তোলার উদ্যোগ সৌদির

সৌদির আবহাওয়া কেন্দ্র বুধবারও মক্কা এবং পশ্চিম সৌদি আরবের অন্যান্য অংশে আরও ঝড়ের সতর্কবার্তা দিয়েছে। এসময় ভারী বৃষ্টিসহ বজ্রপাতের এবং ঝড়ো বাতাস বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরাকেএএ/