নোয়াখালীর বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি করার দায়ে একটি বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
Advertisement
মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে চৌমুহনীর দক্ষিণ বাজারে রাজধানী ফুড প্রোডাক্টস নামের ওই প্রতিষ্ঠানের অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মোহাম্মদ কাওছার মিয়া।
আরও পড়ুন: বিদ্যালয় মাঠে মাদক সেবন, ৯ ব্যক্তির জেল-জরিমানা
তিনি জাগো নিউজকে বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। পরে তাদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
Advertisement
এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলীসহ জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম উপস্থিত ছিলেন।
ইকবাল হোসেন মজনু/জেএস/এএসএম