রাত ১০টার মধ্যে একদফা দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা। ফলে দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টারও বেশি সময় পর নীলক্ষেত এলাকায় যানবাহন চলাচল শুরু হয়েছে।
Advertisement
মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এর আগে দুপুর ১২টা ৪০ মিনিটে সিজিপিএ শর্ত শিথিল করে মানোন্নয়ন পরীক্ষা নিয়ে পরবর্তী বর্ষে প্রমোশনের একদফা দাবি জানিয়ে নীলক্ষেত মোড় অবরোধ করেন সাত কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীরা।
আরও পড়ুন: ‘সিজিপিএ শর্তে অনড় ঢাকা বিশ্ববিদ্যালয়’
অবরোধ কর্মসূচি শেষ করার আগে আন্দোলনরত শিক্ষার্থী শাহরিয়ার মাহমুদ অপু বলেন, এক দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মেনে নিতে হবে। শিক্ষার্থীদের এ দাবি মেনে নেওয়া না হলে আরও বড় কর্মসূচি পালন করা হবে। আজ রাত ১০টার মধ্যে আমাদের দাবি মেনে নিয়ে নোটিশ প্রকাশ করতে হবে। যদি না করা হয়, তবে বুধবার (২৩ আগস্ট) নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
Advertisement
নীলক্ষেত এলাকায় দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশ তৎপরতা শুরু করেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট ক্রসিংয়ের ইন্সপেক্টর রনি কুমার সাহা। তিনি বলেন, প্রায় সাড়ে ছয় ঘণ্টারও বেশি সময় ধরে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধে নীলক্ষেত এলাকার যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে, আমরা বিকল্প সড়ক ব্যবহার করে গাড়ি চলাচলের ব্যবস্থা করেছিলাম। এছাড়া এলাকায় আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মানুষ ও যান চলাচলের চাপ কম ছিল। আশাকরি, ঘণ্টাখানেকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী, কোনো শিক্ষার্থীর প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশন পেতে সিজিপিএ ২ প্রয়োজন, দ্বিতীয় থেকে তৃতীয় বর্ষে সিজিপিএ ২.২৫ এবং তৃতীয় থেকে চতুর্থ বর্ষে প্রমোশন পেতে ২.৫০ প্রয়োজন। তা না হলে ওই শিক্ষার্থীকে আবারও আগের বর্ষে থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়ের এ নিয়মের কারণে অনেক শিক্ষার্থী সব বিষয়ে পাস করেও পরবর্তী বর্ষে উত্তীর্ণ হতে পারছেন না। তাই এই শর্ত শিথিল করার দাবি জানিয়ে আসছেন তারা।
আরও পড়ুন: বৃষ্টিতে ভিজে আন্দোলনে ৭ কলেজের শিক্ষার্থীরা
Advertisement
এই এক দফা দাবিতে এর আগেও বেশ কয়েকবার নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সিজিপিএ শর্ত শিথিলের বিষয়ে এখনও অনড় অবস্থায় রয়েছে বলে জানান ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার। বিকেলে নীলক্ষেত মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে তিনি একথা জানান।
নাহিদ হাসান/এমএএইচ/এএসএম