ক্যাম্পাস

সাত কলেজে ভর্তির প্রথম মনোনয়ন তালিকা প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে স্নাতক ১ম বর্ষে ভর্তির প্রথম মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে অধিভুক্ত কলেজগুলোর জন্য নির্ধারিত ওয়েবসাইটে 7college.du.ac.bd এই ফল প্রকাশ করা হয়।

Advertisement

ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন: ‘সিজিপিএ শর্তে অনড় ঢাকা বিশ্ববিদ্যালয়’

তিনি জানান, সরকারি সাত কলেজের সব ইউনিটের প্রথম বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। মনোনীত বিষয় দেখতে ড্যাশবোর্ড থেকে বিষয় মনোনয়ন বাটনে ক্লিক করতে হবে। মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ২৬ আগস্ট পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালুর অগ্রিম ফি (তিন হাজার টাকা) প্রদান করতে পারবে। নির্দিষ্ট সময়ের মধ্যে উল্লেখিত অগ্রিম ফি জমা না দিলে পরীক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক না বলে বিবেচ্য হবে। এর পরের মাইগ্রেশনে ওই পরীক্ষার্থীকে অনুপস্থিত দেখানো হবে।

Advertisement

আরও পড়ুন: বৃষ্টিতে ভিজে আন্দোলনে ৭ কলেজের শিক্ষার্থীরা

আগামী ২৮ আগস্ট বিকেলে সাত কলেজে স্নাতক ১ম বর্ষে ভর্তির দ্বিতীয় মনোনয়ন প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

নাহিদ হাসান/কেএসআর/এএসএম

Advertisement