খেলাধুলা

আইসিসিতে আপিল করলো বিসিবি

সকালেই বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন আইসিসি তাসকিনের নিষেধাজ্ঞার বিষয়ে আপিল করা হবে। বিকেল নাগাদ আইসিসির কাছে আনুষ্ঠানিক আপিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়ম অনুযায়ী সাতদিনের মধ্যে আপিল করার নিয়ম। বিসিবি সাতদিন পর্যন্ত বসে থাকতে রাজি নয়। কারণ, তারা চায়, বিশ্বকাপের মধ্যেই ফিরে আসুক তাসকিন আহমেদ। সুতরাং, আইনজীবিদের সঙ্গে পরামর্শ করে আজই আপিল করেছে বিসিবি।আজ দুপুরেই গুলশানে নিজ বাসভবনে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি তখন আশা প্রকাশ করেছেন, তাসকিনের ব্যাপারে খুব দ্রুত কোনো সুখবর এলেও আসতে পারে। বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘আইসিসির এ রকম সিদ্ধান্ত পাল্টে যাওয়ার ঘটনা আমরা এর আগে দেখিনি। তবে তাসকিনের ব্যাপারে সেটা হলে অবাক হব না। আমি আশাবাদী।’বিসিবি প্রেসিডেন্ট এটাও জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে বিষয়টা নিয়ে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর, প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের সঙ্গে ফোনে কথা বলেছেন। বিসিসি প্রেসিডেন্ট এ বিষয়ে বলেন, ‘আমার জানা মতে ওনারা ইতিমধ্যেই একটা বিশেষজ্ঞ দল নিয়ে বসেছেন ইস্যুটা দেখার জন্য এবং আমরা অনুরোধ করেছি যত দ্রুত সম্ভব এ সম্পর্কে জানাতে। তারা মিটিং শেষ করেই আমাকে জানাবেন বলে আশা করছি।’তবে এখনও পর্যন্ত আইসিসি থেকে কোন জবাব দেয়া হয়নি। তাসকিনের অ্যাকশন সম্পর্কে যে রিপোর্ট আইসিসির কাছ থেকে বিসিবি পেয়েছে, সেখান থেকেই পাল্টা কিছু যুক্তি তুলে ধরে তার নিষেধাজ্ঞা যত দ্রুত সম্ভব স্থগিতের আবেদন করেছে বিসিবি। সম্ভব হলে সেই স্থগিতাদেশ অস্ট্রেলিয়া ম্যাচের আগেই চায় বিসিবি। এ বিষয়ে পাপন বলেছেন, ‘কিছু যুক্তি দিয়ে আমরা দাবি করেছি নিষেধাজ্ঞাটা স্থগিত করা হোক। এটা প্রত্যাহার করতে পারে একমাত্র আইসিসি। নিষেধাজ্ঞা তারা দিয়েছে, প্রত্যাহার করতে হলেও তাদেরই করতে হবে।’বিসিবি প্রেসিডেন্টের আশা মাঠের বাইরে যা হচ্ছে এসব না ভেবে মাশরাফিরা যেন খেলায় মনযোগ দেয়। মাশলাফিদের সে পরামর্শও পাঠিয়ে দিয়েছেন তিনি। পাপন বলেন, ‘বাংলাদেশ দল ওখানে খেলতে গেছে। ওদের একমাত্র কাজ খেলা। অন্য কিছু নিয়ে চিন্তা করার কোনো দরকারই নেই। আমাদের সাহস আছে। আমরা লড়ব। তাদের শুধু খেলায় মনোযোগ দিতে হবে। বাকি চিন্তাভাবনা আমরা করব।’আইএইচএস/পিআর

Advertisement