কানাডার উত্তরপশ্চিমাঞ্চল ও ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে দাবানল। প্রাণ বাঁচাতে ঘর ছেড়েছে হাজার হাজার মানুষ। এ অবস্থায় ফেসবুকের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘মানুষের জীবনের আগে ব্যবসায়িক মুনাফাকে অগ্রাধিকার’ দিচ্ছে বলে অভিযোগ করেছেন কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মূলত নিউজ কন্টেন্ট ব্লক করায় ফেসবুকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
Advertisement
গত সোমবার (২১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেছেন, কানাডিয়ানরা দিনের অনেকটা সময় অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় তথা ফেসবুকে ব্যয় করে থাকেন। ফলে এগুলোর মাধ্যমে সংবাদ সংস্থাগুলো সবশেষ খবরাখবর জনগণের কাছে পৌঁছাতে পারে। কিন্তু সেটি নিশ্চিত করার পরিবর্তে ফেসবুকের মতো একটি কোম্পানি ব্যবসায়িক মুনাফাকে বেছে নেওয়া একেবারেই অকল্পনীয়।
আরও পড়ুন>> কানাডায় ‘নজিরবিহীন’ দাবানল, পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা
এই বিতর্কের শুরু মূলত গত জুনে। ওই মাসে অনলাইন নিউজ অ্যাক্ট নামে একটি নতুন আইনের অনুমোদন দেয় কানাডার আইনসভা। এই আইন অনুসারে, নিজেদের প্ল্যাটফর্মে নিউজ কন্টেন্ট প্রচারের জন্য সংবাদ সংস্থাগুলোকে অর্থ দিতে হবে প্রযুক্তি কোম্পানিগুলো।
Advertisement
কিন্তু সেই আইনকে ভালো চোখে দেখেনি মেটার মতো সোশ্যাল মিডিয়া জায়ান্টরা। এরপর থেকেই কানাডায় ফেসবুক ও ইনস্টাগ্রামে নিউজ কন্টেন্ট ব্লক করা শুরু করে তারা।
আরও পড়ুন>> কানাডার পশ্চিমাঞ্চলে জরুরি অবস্থা জারি
ফেসবুকের মূল কোম্পানি মেটার এক মুখপাত্র বলেছেন, কানাডার নতুন আইনের কারণে আমরা নিউজ কন্টেন্টের অ্যাক্সেস বন্ধ করতে বাধ্য হয়েছি। তবে আমাদের প্রযুক্তিগুলো সচল রয়েছে।
তিনি মেটার সেফটি চেক টুলের দিকে ইঙ্গিত করে জানান, গত শুক্রবার পর্যন্ত কানাডায় ৪৫ হাজারেরও বেশি মানুষ দাবানল থেকে নিজেদের নিরাপদ হিসেবে চিহ্নিত করেছেন।
Advertisement
নিউজ কন্টেন্ট নিয়ে সংবাদ সংস্থাগুলোর সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সম্পর্ক কী হবে, কে কতটা লাভ পাবে- তা নিয়ে শুধু কানাডাতেই নয়, বিতর্ক চলছে বিশ্বজুড়েই।
আরও পড়ুন>> বিচ্ছেদ হয়েছিল বাবা-মায়ের, ট্রুডোর জীবনেও কেন একই পরিণতি?
মেটা এক ব্লগপোস্টে বলেছে, আমাদের প্ল্যাটফর্মগুলো ব্যবহারের সময় নিউজ আউটলেটগুলো যে মূল্য পায়, কানাডার নতুন আইনে সেটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
তবে কানাডিয়ান প্রধানমন্ত্রী ট্রুডো অভিযোগ করেছেন, ফেসবুকের নিউজ কন্টেন্ট ব্লক করার পদক্ষেপ দীর্ঘমেয়াদে গণতন্ত্রের জন্য ক্ষতিকর। কিন্তু এই মুহূর্তে একটি জরুরি পরিস্থিতিতে, যেখানে সবশেষ খবরাখবর আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেসময় ফেসবুক মানুষের নিরাপত্তার চেয়ে ব্যবসায়িক মুনাফাকেই অগ্রাধিকার দিচ্ছে।
সূত্র: সিএনএনকেএএ/