ধর্ম

প্রচলিত তাসবিহ ব্যবহার করা সুন্নাহ নাকি বিদআত?

তাসবিহ পাঠ করা বা জিকির করার সুন্নাহ পদ্ধতি হলো আঙুলে গুণে জিকির করা। রাসুল (সা.) আঙুলে গুনে জিকির করতেন। আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি নবিজিকে (সা.) নিজের হাতে গুণে গুণে তাসবিহ পাঠ করতে দেখেছি। (সুনান তিরমিজি: ৩৪৮৬)

Advertisement

অন্য একটি হাদিসে বর্ণিত আছে, নবিজি (সা.) সাহাবিদের আঙুলে গুনে তাসবিহ পাঠ করার নির্দেশও দিয়েছেন এবং বলেছেন আখেরাতে এই আঙুলগুলো আল্লাহর দরবারে তার আমলের ব্যাপারে সাক্ষ্য দেবে। ইউসাইরা বিনকে ইয়াসির (রা.) বলেন, নবি (সা.) একদিন নারী সাহাবিদের উদ্দেশে বললেন,

يَا مَعْشَرَ النِّسَاءِ اعْقِدْنَ بِالأَنَامِلِ فَإِنَّهُنَّ مَسْئُولاَتٌ مُسْتَنْطَقَاتٌ

তোমরা আঙুলে গুনে গুনে তাসবিহ পাঠ কর; এগুলোকে জিজ্ঞাসা করা হবে এবং তারা সাক্ষ্য দেবে। (সুনান তিরমিজি: ৩৪৮৬)

Advertisement

তবে প্রচলিত তাসবিহ ব্যবহার করাও জায়েজ, বিদআত নয়। কারণ নবিজির সাহাবিদের অনেকে আঙুল ছাড়া খেজুরের বিচি বা পাথরকুচি গুণে জিকির করেছেন এরকম তথ্যও পাওয়া যায়। হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) সম্পর্কে বর্ণিত আছে, তিনি খেজুরের বিচি ও পাথরকুচি গুনে তাসবিহ জপতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ২/২৮২)

এছাড়া আরেকটি হাদিসে বর্ণিত রয়েছে, একবার রাসুল (সা.) একজন নারী সাহাবিকে খেজুরের বিচি বা পাথরকুচি গুণে তাসবিহ জপতে দেখেও এভাবে তাসবিহ জপতে নিষেধ করেননি। (সুনান তিরমিজি: ২/১৯৭)

প্রচলিত তাসবিহ ব্যবহার করা সুন্নাহ না হলেও বিদআত নয়। এটিও জিকির করার একটি জায়েজ পদ্ধতি। ইবনে তাইমিয়া (রহ.) বলেন, আঙুলে গুনে তাসবিহ পাঠ করা সুন্নাহ, তাসবিহ জাতীয় কিছুতে গুণে জিকির করাও বৈধ ও ভালো কাজ, যেহেতু সাহাবিদের কেউ কেউ এভাবেও জিকির করতেন। (মাজমুআ ফাতাওয়া ইবনে তাইমিয়া: ২২/৫০৬)

ওএফএফ/এএসএম

Advertisement