খেলাধুলা

এশিয়া কাপে এবাদতের খেলা নিয়ে শঙ্কা

চোটের কারণে আসন্ন এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াড থেকে ছিটকে পড়ার শঙ্কা তৈরি হয়েছে পেসার এবাদত হোসেনের। যদিও এখন পর্যন্ত নিশ্চিত করে তার ছিটকে পড়ার কথা স্বীকার করেননি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

Advertisement

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বোলিংয়ের সময় বাঁ পায়ে চোট পান এবাদত। যে কারণে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না।

সোমবার পড়ন্ত বিকেলে এবাদতের ব্যাপারে জানতে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে ফোন করা হলে তিনি জাগো নিউজকে জানান, ‘এবাদতের হাঁটুতে ব্যথা। তার এমআরআই করানো হয়েছে। এমআরআই রিপোর্ট এখনো হাতে পাইনি। রিপোর্ট পেলে বলা যাবে।’

এটুকু বলার পাশাপাশি দেবাশীষ চৌধুরী আরও জানান, ‘এবাদত এশিয়া কাপ খেলতে পারবেন না, এমন খবর জানা নেই আমার। তবে এমআরআই রিপোর্ট পেলে বলতে পারবো।’ এদিকে বেশ কয়েকটি গণমাধ্যমে এসেছে, এবাদতের এশিয়া কাপ শেষ। এই ব্যাপারে আজ সন্ধ্যায় ঠিক মাগরিবের নামাজের আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি কোথাও বলিনি যে এবাদতের এশিয়া কাপ শেষ। আমার কাছে এবাদতের ব্যাপারে জানতে চেয়ে ফোন করা হলে আমি বলেছি, আগামীকাল রিপোর্ট হাতে পেলে চূড়ান্ত কথা বলতে পারবো।’

Advertisement

এআরবি/এমএমআর/এমএস