অর্থনীতি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্সের আইপিও ফল প্রকাশ

পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ফল প্রকাশ করা হয়েছে। রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এ ড্র অনুষ্ঠিত হয়। ড্র শেষে ফলাফল প্রকাশ করা হয়েছে। ফল পেতে ক্লিক করুন-ট্রেক কোডসাধারণ বিনিয়োগকারীক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীপ্রবাসী বিনিয়োগকারীমিউচ্যুয়াল ফান্ডএর আগে গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শুরু হয়। যা চলে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।কোম্পানিটিকে পুঁজিবাজারে মোট ১ কোটি ৭৭ লাখ শেয়ার ছেড়ে ১৭ কোটি ৭০ লাখ টাকা পুঁজি সংগ্রহের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যার প্রতিটি শেয়াররের অভিহিত মূল্য  ১০ টাকা নির্ধারণ করা হযেছে।২০১৪ সালের ৩১ জুলাই শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী- কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ৭ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছিল ১৫ টাকা ৬৫ পয়সা।আইপিওর মাধ্যমে সংগৃহীত টাকা মেয়াদি আমানত হিসেবে এবং ট্রেজারি বন্ডে বিনিয়োগ করবে কোম্পানিটি। এছাড়া কিছু অর্থ আইপিওর কাজে ব্যয় করবে।কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।এসআই/এসকেডি/এবিএস

Advertisement