দেশজুড়ে

নওগাঁয় পানির কূপে পড়ে একজনের মৃত্যু

নওগাঁর পোরশায় পানির কূপে পড়ে আব্দুস সাত্তার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে কূপ থেকে মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

Advertisement

সোমবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ঘাটনগর গ্রামের কানাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস সাত্তার কানাপাহাড় এলাকার মৃত কমির উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পোরশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মাসুদ রানা।

Advertisement

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মসজিদ সংলগ্ন একটি কূপের পানি পরিষ্কার করছিলেন আব্দুস সাত্তার। এসময় অসাবধানতাবশত পা পিছলে কূপের ভেতর পড়ে যান তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গিয়ে কূপ থেকে আব্দুস সাত্তারের মরদেহ উদ্ধার করেন।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানির কূপে পড়ে অক্সিজেন স্বল্পতায় ওই ব্যক্তির মৃত্য হতে পারে। মরদেহ উদ্ধার করা হয়েছে।

এসআর/এএসএম

Advertisement