খেলাধুলা

‘ক্রিকেটটা ভালো বোঝেন হাতুরুসিংহে’

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে থাকার সময় একই দলে ছিলেন তারা দু’জন। একজন ছিলেন কোচ আরেকজন ব্যাটসম্যান। সেই তারাই এবার একে অপরের মুখোমুখি। প্রেক্ষাপটটাও ভিন্ন। বিশ্বকাপের বাঁচা-মরার লড়াই। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে আবারো পুরনো গুরু শীষ্যের দেখা হয়ে যাচ্ছে। সেই গুরু-শিষ্য চন্ডিকা হাতুরুসিংহে এবং স্টিভেন স্মিথ। শেষের জন এখন অস্ট্রেলিয়ারই অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে গুরু সম্পর্কে স্মিথের সার্টিফিকেট, ‘ক্রিকেটটা ভালোই বোঝেন হাথুরুসিংহে।’ এ কথা বলে প্রকারান্তরে নিজ দলকেই সতর্ক করে দিতে চাইলেন তিনি।  বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্মিথ কথা বলেন বাংলাদেশের কোচ হাতুরুসিংহেকে নিয়ে, ‘আমার সৌভাগ্য হয়েছিল তার অধীনে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলার। সে আমাদের দ্রুত অনেক কিছু শিখিয়েছিল।’ হাতুরুসিংহে নিউ সাউথ ওয়েলসের কোচ থাকাকালীন দলটি অনেক সাফল্য পেয়েছিল। স্মিথ বলছেন, ‘তার উপস্থিতি দলকে অনেক অনুপ্রাণিত করেছে। আমার মনে হয় তিনি ক্রিকেটটা ভালো বুঝতে পারেন। তিনি ব্যাটিংটাও ভালো বোঝেন। আমাদের সাথে থাকার সময় দলও অনেক ভালো করেছিল। আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের হয়ে ঈর্ষনীয় সাফল্য পাচ্ছেন যেটা আসলেই প্রশংসাযোগ্য।’দুই বছর নিউ সাউথ ওয়েলসের প্রধান কোচের দায়িত্ব পালন করার আগে ওখানকারই সহকারী কোচের দায়িত্বে ছিলেন হাতুরুসিংহে। আরআর/আইএইচএস/এবিএস

Advertisement