দেশজুড়ে

‘এই ব্যক্তি সমকামী করে পুলিশ ভাই’

ঢাকার সাভারে নিজ বাসায় হাত-পা বাঁধা অবস্থায় এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে উদ্ধার করা হয় হত্যাকারীদের রেখে যাওয়া একটি চিরকুট।

Advertisement

রোববার (২০ আগস্ট) সাভারের পৌর এলাকার ভাটপাড়া মহল্লায় ঘটনাটি ঘটে। নিহত ওই শিক্ষকের নাম গোলাম কিবরিয়া (৪৫)। তিনি একই এলাকার মৃত শুকুর মুন্সির ছেলে ও স্থানীয় সংবাদকর্মী আপেল মাহমুদের ভাই।

পুলিশ জানায়, স্থানীয়রা নিহতের মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ এসে হাত-পা বাঁধা অবস্থায় গোলাম কিবরিয়ার মরদেহ উদ্ধার করেন। এ সময় মরদেহের পাশ থেকে উদ্ধার করা হয় হত্যাকারীদের রেখে যাওয়া একটি চিরকুট।

যাতে লিখা আছে, ‘এই ব্যক্তি সমকামী করে পুলিশ ভাই, আমরা তাই মেরে ফেলেছি। তার ভাইও অবৈধ কাজ করে.. আমরা ইসলামের সৈনিক।’

Advertisement

পরে পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জাগো নিউজকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

মাহফুজুর রহমান নিপু/এসজে/এমএস

Advertisement