বর্তমানে সবচেয়ে স্ট্যাইলিশ বাইকের মধ্যে অন্যতম রয়্যাল এনফিল্ড। নব্বই দশক তো বটেই এই প্রজন্মের তরুণদের কাছেও রয়্যাল এনফিল্ড বাইক সমান জনপ্রিয়। ১২১ বছরের বেশি সময় ধরে বাইকপ্রেমীদের অসংখ্য চাহিদা পূরণ করেছে সংস্থাটি। এমনকি বৈদ্যুতিক বাইক তৈরির কাজ করছে তারা।
Advertisement
শিগগির হিমালিয়ান ৪৫০ বাইক আনছে রয়্যাল এনফিল্ড। অনেকদিন ধরেই জল্পনা কল্পনা চলছে বাইকটিকে নিয়ে। পুরোনো হিমালয়ের চেয়ে আরও শক্তিশালী ইঞ্জিনসহ একটি ভালো প্যাকেজ হিসেবে ডিজাইন করা হয়েছে নতুন বাইকটি। নতুন অ্যাডভেঞ্চার বাইকের পরীক্ষামূলক স্পাইশটস এরই মধ্যে বাজারে এসেছে।
আরও পড়ুন: ৩৫০ সিসির বুলেট আনছে রয়্যাল এনফিল্ড
নতুন প্রজন্মের হিমালয়ান একটি সম্পূর্ণ নতুন ৪৫০সিসি সিঙ্গল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন পাবে। যার মধ্যে ৪০ হর্স পাওয়ার প্রত্যাশিত। ৬-স্পিড গিয়ারবক্সের পেছনের চাকায় পাওয়ার জন্য ব্যবহার করা হবে। এর পাশাপাশি বেয়ারবোন হিমালয়ান ৪১১-এর পরিবর্তে নতুন হিমালয়ান ৪৫০ সিঙ্গেল-পড, ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট প্যানেল, ব্লুটুথ কানেক্টিভিটি, ন্যাভিগেশন, অল-এলইডি লাইট এবং আপসাইড ডাউন ফ্রন্ট ফর্কের মতো আরও রিফাইনড ইঞ্জিন পাবে।
Advertisement
ধারণা করা হচ্ছে রয়্যাল এনফিল্ড হিমালিয়ান ৪৫০-এর এক্স-শোরুম মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা থেকে শুরু হতে পারে। রয়্যাল এনফিল্ড হিমালিয়ান ৪৫০ ছাড়াও রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ বাইকসহ বেশ কয়েকটি বাইক আনছে বাজারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে/জিকেএস
Advertisement