দেশজুড়ে

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রত্যাহারে দাবি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে সাতদিনের মধ্যে তাকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

রোববার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে সাবেক ছাত্রনেতা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।

আরও পড়ুন: মাস্ক ছাড়াই ক্যাম্পেইন পরিদর্শনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পেশাজীবী, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তছলিম উদ্দিন রুবেল, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আহ্বায়ক মো. রবিউল হোসেন ও ব্যবসায়ী ওসমান চিশতী প্রমুখ বক্তব্য রাখেন।

Advertisement

বক্তারা বলেন, আগামী সাতদিনের মধ্যে তাকে প্রত্যাহার করা না হলে হাসপাতাল ঘেরাও কর্মসূচিসহ নানা কর্মসূচি দেওয়া হবে।

মুজিবুর রহমান ভুইয়া/আরএইচ/জেআইএম