খুলনার পেঁয়াজের বাজার স্থিতিশীল থাকলেও কমেছে মাছ-ডিমের দাম। সেই সঙ্গে সবজির দামও আগের চেয়ে অনেক কমেছে। তবে, সরবরাহ বাড়লেও চড়া দামেই বিক্রি হচ্ছে ইলিশ।
Advertisement
নগরীর টুটপাড়া জোড়াকল বাজার, মিস্ত্রিপাড়া বাজার, রূপসা বাজার, ময়লাপোতা সন্ধ্যা বাজার ঘুরে জানা গেছে, গত সপ্তাহে দেশি-বিদেশি পেঁয়াজের দাম ১০-১৫ টাকা বেড়েছিল। বাজারে আমদানি করা পেঁয়াজ ৬৫ টাকা আর দেশি পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি হচ্ছে। সেই সঙ্গে দেশি রসুন বিক্রি হচ্ছে ২৫০ টাকায়।
টুটপাড়া জোড়াকল বাজারের পেঁয়াজ বিক্রেতা আব্দুল্লাহ জানান, চলতি সপ্তাহে পেঁয়াজের দাম বাড়েনি বা কমেনি।
আরও পড়ুন: সবজিতে স্বস্তি, পেঁয়াজ স্থিতিশীল
Advertisement
ওই বাজারের মুরগি বিক্রেতা লিপু বলেন, বাজারে ব্রয়লার মুরগি কেজিতে ১০-১৫ টাকা পর্যন্ত বেড়েছে। শনিবার ব্রয়লার ১৮০ টাকা, লেয়ার ২৩০ টাকা, সোনালী ৩৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে মুরগির সাদা ডিম হালি বিক্রি হচ্ছে ৪৬ টাকা দরে। গত সপ্তাহে যা বিক্রি হয়েছে ৪৮ থেকে ৫২ টাকা দরে।
জোড়াকল বাজারের মাছ বিক্রেতা জনি জানান, বাজারে এক কেজি ওজনের ইলিশ মাছের দাম এখনও ১৬০০ টাকা রয়েছে। এছাড়া জাটকা ৬০০ টাকা, ৫০০ গ্রাম ওজনের ইলিশ ৮০০ টাকা, দেড় কেজি ওজনের ইলিশ ২০০০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে রুই, কাতলা, মৃগেল মাছ বিক্রি হয়েছে ২৫০-২৮০ টাকায়। যা আগে ছিল ৩০০ টাকা। ভেটকি ৫০০-৬০০ টাকা, টেংরা ৪০০-৫০০ টাকা, শোল মাছ ৫০০ টাকা, পাবদা ৩০০-৩৫০ টাকা, বেলে ৫০০ টাকা, বাইন ৫০০ টাকা, পাঙাশ ২০০ টাকা, তেলাপিয়া ১৫০ টাকা, চিংড়ি ৫৮০-৬৫০ টাকা, সিং ও মাগুর ৬০০-৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা আরও জানান, ইলিশ মাছের আমদানি বাড়লে অন্যান্য মাছের দাম আরও কমে যাবার সম্ভাবনা রয়েছে।
Advertisement
আলমগীর হান্নান/আরএইচ/জেআইএম