বিএনপির ‘জনসমর্থনে’ কিছুটা হতবাক হয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। তিনি বলেন, আমার একটু হতবাকও লাগে যে, আজকের দিনে রাজনৈতিক... না হলে এই দলের তো এত সাপোর্ট পাওয়ার কথা না। এত বছর যারা সরকারের বাইরে আছে। সেটা কী করে...! এই জায়গাটা আমাদের খুঁজতে হবে। এটা আমার ধারণা, আমি যদি পরিষ্কার করে বলি, আমাদের নিজেদের ব্যবহারের কারণেই হয়তো এটা হয়েছে। সেটা যেভাবে বলেন। ব্যবসা... সব কিছু মিলিয়ে। এই জায়গায় বঙ্গবন্ধু পরিষদের কাজ করা দরকার।
Advertisement
শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু পরিষদের প্রয়াত সভাপতি ডা. এস এ মালেকের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা ও ভিসানীতি কার ওপর আসে সেটাই দেখবো: কাদের
বিএনপির ‘জনসমর্থন’ বাড়ায় নিজেদের ব্যর্থতা আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের বর্তমান অবস্থা আমরা খুব ভালোভাবেই জানি ও অনুধাবন করতে পারি। কারণ থিওরটিক্যাল জায়গাটা আমাদের চিন্তার মধ্যে পড়ে।
Advertisement
আরও পড়ুন: কখনো আওয়ামী লীগ করিনি, তবে বঙ্গবন্ধুর সঙ্গে সম্পর্ক ছিল: মেনন
‘পাকিস্তান আমলে আমরা ভালো ছিলাম’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, এমন বক্তব্য তিনি কীভাবে দিতে পারেন!
তিনি বলেন, এখন রাস্তায় বের হওয়ার সময় এসে গেছে। যে যেখানে আছেন না কেন। বঙ্গবন্ধু কন্যা একা টেনে বেড়াচ্ছেন। আমি সত্য কথা বলছি। সি ইজ দ্যা লোন লিডার। তার পাশে আমরা কেউ নাই। মানে যোগ্যতা নাই, যতই কথা বলেন না কেন। উনি একা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, অর্থনীতি বিশ্লেষক ড. লিয়াকত হোসেন প্রমুখ।
Advertisement
এসএম/জেডএইচ/জিকেএস