বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের কচা নদীর উপর অষ্টম বাংলাদেশ চীন মৈত্রি সেতুতে অর্থায়ন করবে চীন সরকার। এ লক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এ সময় বাংলাদেশের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।বাংলাদেশ সরকারের পক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন সিদ্দিক এবং চীন সরকারের পক্ষে ঢাকাস্থ চীন দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সিলর ওয়াং জিজিয়ান চুক্তিতে স্বাক্ষর করেন।জানা গেছে, পিরোজপুর জেলার বিকুটিয়া নামক স্থানে সেতুটি নির্মান হবে। প্রায় দেড় কিলোমিটার লম্বা এই সেতুটি নির্মান ব্যয় হবে ১ হাজার কোটি টাকা, যার মধ্যে চীন সরকার দেবে ৮’শ কোটি টাকা এবং বাকি অর্থ বাংলাদেশ সরকার বহন করবে।
Advertisement