আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে দেউলিয়াত্ব সুরক্ষার জন্য চীনা সংস্থার আবেদন

যুক্তরাষ্ট্রে দেউলিয়াত্ব সুরক্ষার জন্য আবেদন করেছে চীনের অন্যতম বৃহৎ আবাসন সংস্থা এভারগ্রান্ডে। এর ফলে বিশাল ঋণের বোঝা মাথায় থাকা প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে নিজেদের সম্পত্তি রক্ষা করার সুযোগ পাবে।

Advertisement

গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) নিউইয়র্কের আদালতে চ্যাপ্টার ১৫ দেউলিয়াত্ব সুরক্ষা আবেদন করেছে চায়না এভারগ্রান্ডে গ্রুপ। বিদেশি কোনো কোম্পানির ঋণ পুনর্গঠনে কাজ চলাকালীন যুক্তরাষ্ট্রে সেটির সম্পত্তির সুরক্ষা দেয় চ্যাপ্টার ১৫।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি এভারগ্রান্ডে। মন্তব্যের জন্য বিবিসির অনুরোধে সাড়াও দেয়নি তারা।

২০২১ সালে রিয়েল এস্টেট জায়ান্ট এভারগ্রান্ডে ঋণখেলাপি হলে বিশ্বের অর্থনৈতিক বাজারগুলোতে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। চীনের সম্পত্তি বাজারে দীর্ঘদিন ধরে চলমান সংকটের মধ্যে এই খবরটি দুশ্চিন্তায় ফেলে দেয় বিনিয়োগকারীদের।

Advertisement

এভারগ্রান্ডের ওয়েবসাইটের তথ্যমতে, সংস্থাটির রিয়েল এস্টেট ইউনিটে চীনের ২৮০টির বেশি শহরে ১ হাজার ৩০০টিরও বেশি প্রকল্প রয়েছে।

আবাসন ছাড়াও বৈদ্যুতিক গাড়ি নির্মাণের ব্যবসা এবং একটি ফুটবল ক্লাবও রয়েছে তাদের।

সময়মতো কিস্তি দিতে ব্যর্থ, অর্থাৎ ঋণখেলাপি হওয়ার পর থেকেই ঋণের চুক্তির বিষয়ে দাতাদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে এভারগ্রান্ডে।

৩০ হাজার কোটি মার্কিন ডলারের বেশি ঋণের বোঝা কাঁধে নিয়ে বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত রিয়েল এস্টেট কোম্পানি হয়ে উঠেছে তারা। গত বছর থেকে চীনা সংস্থাটির শেয়ার লেনদেনও স্থগিত রয়েছে।

Advertisement

গত মাসে এভারগ্রান্ডে জানিয়েছে, বিগত দুই বছরে তাদের মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৮ হাজার ১৯০ কোটি ইউয়ান (আট হাজার কোটি মার্কিন ডলার)।

চীনের আবাসন খাতে চলমান সংকটকে স্পষ্ট করে দিয়েছে দেশটির আরেকটি বৃহৎ রিয়েল এস্টেট কোম্পানি কান্ট্রি গার্ডেনও। গত সপ্তাহে সংস্থাটি বলেছে, চলতি মাসের প্রথম ছয় মাসে তাদের আর্থিক ক্ষতি দাঁড়াতে পারে ৭৬০ কোটি ডলারে।

সূত্র: বিবিসিকেএএ/