আন্তর্জাতিক

পোষা কুকুর নিয়ে ঝগড়া, ২ প্রতিবেশীকে গুলি করে হত্যা

দুই পোষা কুকুরের লড়াই এক পর্যায়ে গড়ায় মালিকদের মধ্যে, যা শেষ হয় প্রাণহানির মধ্যে দিয়ে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) ঘটনাটি ঘটেছে ভারতের ইনডোরে। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

Advertisement

দুই পোষা কুকুরকে নিয়ে ঝগড়ার জেরে ব্যাংকে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত রাজপাল সিং রাজাওয়াত বাসার বেলকনি থেকে প্রতিবেশীদের দিকে গুলি চালান। এতে দুইজনের মৃত্যু হয়েছে। তাছাড়া আহত হয়েছে ছয়জন।

আরও পড়ুন>শপথ নিলো পাকিস্তানের তত্ত্বাবধায়ক মন্ত্রিসভা

জানা গেছে, রাজাওয়াত ও তার প্রতিবেশী সুবিমল আচলারাত ১১টার দিকে কৃষ্ণ বাগ কলোনীর একটি সরু গলিতে তাদের কুকুর নিয়ে হাঁটছিলেন। এসময় হঠাৎ কুকুর দুইটি একে অপরের ওপর আক্রমণ শুরু করে।

Advertisement

এ নিয়ে ওই দুই ব্যক্তির মধ্যে তর্ক শুরু হয়। সঙ্গে সঙ্গে দৌড়ে নিজের বাসায় চলে যান রাজাওয়াত। সেখান থেকে সুবিমল আচলারাতকে লক্ষ্য করে বন্দুক দিয়ে গুলি চালান।

এঘনার এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, আকাশের দিকে লক্ষ্য করে গুলি চালানোর পর রাস্তার দিকে গুলি ছুঁড়ছেন তিনি।

আরও পড়ুন>মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা, ভবন ক্ষতিগ্রস্ত

গুলিতে অচলা ও আরেক প্রতিবেশী রাহুল ভার্মার মৃত্যু হয়েছে। তাদের দুই জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ডাক্তার মৃত ঘোষণা করে।

Advertisement

এ ঘটনায় আহত হয়েছে ছয়জন। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

এমএসএম