সেন্ট্রাল মস্কোর একটি ভবনে আঘাত হেনেছে ইউক্রেনের সামরিক বাহিনীর ড্রোন। এতে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় শহরটিতে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগেও বেশ কয়েকবার মস্কোতে ড্রোন হামলার ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।
Advertisement
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছেন, শুক্রবার (১৮ আগস্ট) ভোরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোনকে গুলি করে ভূ-পাতিত করেছে। পরে এর ধ্বংসাবশেষ শহরের এক্সপো সেন্টারে গিয়ে পড়ে।
আরও পড়ুন>কানাডায় ‘নজিরবিহীন’ দাবানল, পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা
এক্সপো সেন্টারটি বড় প্রদর্শনীর জন্য ব্যবহার হয়। এটি ক্রেমলিন থেকে ৫ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত।
Advertisement
রাশিয়ান মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শহরের আকাশচুম্বী ভবনগুলোর পাশে ঘন ধোঁয়া উড়ছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেন স্থানীয় সময় ভোর ৪টার দিকে মস্কো ও আশপাশের এলাকায় ড্রোন হামলা চালায়।
মন্ত্রণালয় আরও জানায়, ড্রোনটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সংস্পর্শে আসার পরে পথ পরিবর্তন করে ও মস্কোর ক্রাসনোপ্রেসনেনস্কায়া বাঁধ এলাকায় একটি অনাবাসিক ভবনে গিয়ে পড়ে।
আরও পড়ুন>যুক্তরাজ্য সফরের আমন্ত্রণ পেলেন সৌদি যুবরাজ
Advertisement
মস্কোর মেয়র বলেছেন, জরুরি সার্ভিসগুলো ঘটনাস্থলে রয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।
এমএসএম