জাতীয়

যুগ্মসচিব একেএম জাহাঙ্গীরকে বাধ্যতামূলক অবসর

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) একেএম জাহাঙ্গীরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। একেএম জাহাঙ্গীর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাথে তার বাসায় বৈঠক করেছিলেন।বৃহস্পতিবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) মহিবুল হক স্বাক্ষরিত আদেশে বলা হয়, চাকরির ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে তাকে চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করছে। সেহেতু সরকারি কর্মচারী আইন, ১৯৭৪ এর ৯(২) ধারায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তার সঙ্গে বৈঠক করেন একদল সরকারি কর্মকর্তা। ওই রাতেই দেশের বিভিন্ন গণমাধ্যমে এই বৈঠকের বিষয়টি ফলাও করে প্রচারিত হয়।তবে বিএনপির পক্ষ থেকে বরাবরই ওই বৈঠকের বিষয়টি অস্বীকার করে আসছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে- এমন কোনো বৈঠক হয়নি।

Advertisement