দেশে আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। প্রতিদিন হাজারও মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন, মারাও যাচ্ছেন অনেকে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডেঙ্গু আক্রান্ত ও মারা যাওয়া রোগীদের অধিকাংশ ঢাকার।
Advertisement
এমন বাস্তবতায় পুরান ঢাকার তিনটি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার (১৬ আগস্ট) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের এক বিজ্ঞপ্তিতে জানান, তারা বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে ডিএসসিসি মালিকানাধীন নয়াবাজারে ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, চকবাজারের মহানগর শিশু হাসপাতাল, নাজিরা বাজার মাতৃসদনে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা চালু করবেন।
এতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করাতে পারবেন নাগরীকেরা।
Advertisement
প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত (শুধু আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত) এ সেবা দেওয়া হবে। শুক্রবার ব্যতীত সপ্তাহের বাকী ৬ দিন এ সেবা চালু থাকবে।
এমএমএ/এমআইএইচএস/জিকেএস