সিরাজগঞ্জে মূল্য তালিকা প্রদর্শন না করায় চার প্রতিষ্ঠানকে পাঁচ হাজার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এ জরিমানা আদায় করেন।
Advertisement
বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
আরও পড়ুন: হাত বদলেই এক ডিমে বাড়ছে ৩ টাকা
অভিযানে সদর উপজেলার শিয়ালকোল বাজারের শাহ আমানত এন্টারপ্রাইজকে দুই হাজার, হেলাল উদ্দিন ডিমের আড়তকে এক হাজার, উল্লাপাড়া বাজারের রাফিউল ইসলামের দোকানে এক হাজার, জহুরুল স্টোরকে এক হাজার, শাহা ফার্মেসিকে তিন হাজারসহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
Advertisement
জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি ডিমে তারা ১-৩ টাকা লাভ করছেন। এছাড়া ডিমের মূল্য তালিকাও তারা প্রদর্শন করেননি। এ কারণে তাদের জরিমানা করে সাবধান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এম এ মালেক/জেএস/জেআইএম