মাছ চাষ শিখতে একশজনের বিদেশে প্রশিক্ষণ বাবদ সাত কোটি টাকা চেয়েছে মৎস্য অধিদপ্তর। এমন প্রস্তাবনায় প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। একই সঙ্গে ব্যয় ও ভ্রমণকারীর সংখ্যা কমানো জন্য সুপারিশ করা হয়েছে। কমিশনের সুপারিশ মেনে দুই ব্যাচে ২০ জন কর্মকর্তাকে থাইল্যান্ড ও ভিয়েতনামে পাঠানোর বিষয়ে একমত পোষণ করেছে মৎস্য অধিদপ্তর।
Advertisement
‘বিদ্যমান সরকারি মৎস্য খামার ও বাঁওড়সমূহের সক্ষমতা এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ ব্যয়প্রস্তাব করা হয়।
এ প্রসঙ্গে কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের বন, মৎস্য ও প্রাণিসম্পদ উইংয়ের প্রধান (অতিরিক্ত সচিব) মোহাম্মাদ মফিজুর রহমান জাগো নিউজকে বলেন, প্রকল্পে একশজনের বিদেশ ভ্রমণের প্রস্তাব করা হয়েছে। এ খাতে ব্যয় প্রস্তাব করা হয়েছে সাত কোটি টাকা। তবে আমরা এ সংখ্যা কমিয়ে দিতে বলেছি। যারা মাছ চাষের সঙ্গে সম্পৃক্ত শুধু তারাই দুটি ব্যাচে ভ্রমণ করতে পারেন এটা আমরা জানিয়ে দিয়েছি। যারা মাছ চাষের সঙ্গে সম্পৃক্ত নন তারা যেন ভ্রমণ না করেন এটাও বলা হয়েছে।’ আরও পড়ুন>> বিশ্ববাজারে আর্থিক মন্দার মধ্যেও ৪৭৯০ কোটি টাকার মাছ রপ্তানি
কোন দেশে ভ্রমণের কথা বলা হয়েছে জানতে চাইলে বলেন, ‘বাংলাদেশের আশপাশে থাইল্যান্ড-ভিয়েতনাম এসব দেশ হতে পারে। যেখানে মাছের চাষাবাদ হয়। মাছ চাষ ও প্রযুক্তির বিষয়ে প্রশিক্ষণ নেবে। মংস্য দপ্তরের সঙ্গে যারা রয়েছেন শুধু তারাই ভ্রমণ করবেন। যাতে দেশে মাছ চাষ আরও সম্প্রসারণ হয়।’
Advertisement
প্রকল্পের মোট প্রস্তাবিত ব্যয় এক হাজার ৪০৮ কোটি ১২ লাখ টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে জানুয়ারি ২০২৩ থেকে জুন ২০২৭ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে মৎস্য অধিদপ্তর। মৎস্য অধিদপ্তর জানায়, প্রকল্পের আওতায় একটি গাড়ি হায়ারিং, চালক ও তেল বাবদ এক কোটি ৮ লাখ টাকা ব্যয় প্রস্তাব করা হয়েছে। ভ্রমণব্যয় বাবদ পাঁচ কোটি ৮৬ লাখ টাকার প্রস্তাব করা হয়েছে থোক বাবদ। এছাড়া পাঁচ হাজার ৪৪০ জনের অভ্যন্তরীণ প্রশিক্ষণ বাবদ ১৫ কোটি, পেট্রোল ও লুব্রিকেন্ট বাবদ ৮ কোটি, গ্যাস ও জ্বালানিখাত দেখিয়ে থোক বরাদ্দ বাবদ ৫০ লাখ এবং ৫৬টি প্রদর্শনী খামার পরিচালনা বাবদ ১১ কোটি ৫১ লাখ টাকার প্রস্তাব করা হয়েছে। আরও পড়ুন>> এক যুগে ইলিশের উৎপাদন বেড়েছে প্রায় ৩ লাখ টন
বিদেশ ভ্রমণ প্রসঙ্গে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক জাগো নিউজকে বলেন, ‘শুধু মাছ চাষ বিষয়টা এমন নয়, একটা টেকনিক্যাল বিষয়ও। ১০০ জনের পরিবর্তে এটা ২০ জনে নামানো হবে। আমরা এগ্রিকালচারে আইটি ব্যবহারে পিছিয়ে আছি। থাইল্যান্ড ও ভিয়েতনামে ভ্রমণের জন্য মৎস্য অধিদপ্তরের কিছু লোক রাখা হবে।’ তিনি আরও বলেন, ‘বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্য আমরা ভ্রমণে সংখ্যা ও ব্যয় কমাবো। ২০৪১ সালে ৮৬ লাখ মেট্রিক টন মাছ উৎপাদনের যে লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি তাতে এ খাতে আরও কিছু কাজ করতে হবে। আমাদের চাষের জায়গা আছে এগুলো ব্যবহার করতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন চাষের জন্য এক ইঞ্চি মাটিও ফেলে রাখা যাবে না। আমরাও একই উদ্যোগ নিয়েছি।’
‘শুধু মানুষের দেখানোর জন্য নয়, মাছ চাষের জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করবো। আইটি ব্যবহার করে কীভাবে খামার করা যায় সে বিষয়ে কাজ করবো। ১৯৮০ সালে হ্যাচারিগুলোতে মাছের পোনা তৈরি অন্যতম পদক্ষেপ ছিল। এর জন্য আজ আমরা মাছ চাষে সাফল্য অর্জন করছি।’
প্রকল্পের সুনির্দিষ্ট উদ্দেশ্য
Advertisement
সরকারি মৎস্য খামার আধুনিকীকরণ ও সরকারি বাঁওড় উন্নয়ন, খামারে উন্নত মৎস্য প্রযুক্তি স্থাপন, উন্নত কৌলিতাত্ত্বিক গুণসম্পন্ন প্রজননক্ষম মাছ সংরক্ষণ এবং মৎস্য খামারে নিয়োজিত জনবলের কারিগরি সক্ষমতা বাড়াতে দক্ষতা উন্নয়ন।
লক্ষ্যমাত্রা
মৎস্য অধিদপ্তরের বিদ্যমান ১১৩টি খামার সংস্কার ও ৫৬টি খামারের প্রতিটি খামারে একটি পুকুর নিবিড় চাষের জন্য যান্ত্রিকীকরণের মাধ্যমে আধুনিকায়ন করা হবে। ৫৩টি খামারে প্রশিক্ষণ সুবিধাদিসহ অফিস ভবন ও ১২০টি লেবার শেড নির্মাণ, দুটি খামারে উন্নত কৌলিতাত্ত্বিক গুণসম্পন্ন মৎস্য সম্পদ সংরক্ষণ ও ক্রায়োপ্রিজারভেশন সুবিধাদি স্থাপন করা হবে। ছয়টি সরকারি বাঁওড় উন্নয়নের পাশাপাশি নিবিড় মৎস্য চাষ ও অন্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে পাঁচ হাজার ৫৪০ জন মৎস্য খামার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, উদ্যোক্তা এবং বেসরকারি হ্যাচারি সংশ্লিষ্ট জনবলকে।
আরও পড়ুন>> বিশ্ববাজারে আর্থিক মন্দার মধ্যেও মাছ রপ্তানিতে সফলতা
মৎস্য অধিদপ্তর জানায়, কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য সেক্টরের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য। বাংলাদেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও উন্নয়নে মৎস্য অধিদপ্তর প্রধান ভূমিকা পালন করে। দেশে বর্তমানে মৎস্য অধিদপ্তরের আওতায় ১৪৩টি ছোট-বড় মৎস্য বীজ উৎপাদন খামার, হ্যাচারি ও নার্সারি রয়েছে। জাতীয় অর্থনীতিতে এ সম্ভাবনাময় সেক্টরের ভূমিকা ক্রমাগতভাবে বেড়েই চলছে। বাংলাদেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও উন্নয়নে মৎস্য অধিদপ্তর প্রধান ভূমিকা পালন করে। মোট দেশজ উৎপাদনের প্রায় তিন দশমিক ৫৭ শতাংশ মৎস্য উপখাতের অবদান। দেশের মোট কৃষিজ আয়ের ২৬ দশমিক ৫০ শতাংশ মৎস্য উপখাত থেকে আসে। দেশের রপ্তানি আয়ের একটি উল্লেখযোগ্য অংশ আসে মৎস্য উপখাত থেকে।
আমাদের দৈনন্দিন খাদ্যে প্রাণিজ আমিষের প্রায় ৬০ শতাংশ যোগান দেয় মাছ। দেশের জনগোষ্ঠীর ১২ শতাংশের অধিক এ সেক্টরের বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত থেকে জীবিকা নির্বাহ করে। অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশ তৃতীয়। এছাড়া বদ্ধ জলাশয়ে চাষ করা মাছ উৎপাদনে ৫ম। বিগত ১০ বছরে মাছের উৎপাদনে জিডিপি গড় প্রবৃদ্ধি অর্জিত হয়েছে প্রায় ৬ দশমিক ১১ শতাংশ। রূপকল্প ২০৪১ অনুযায়ী, ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ-উন্নত বাংলাদেশ গড়তে মৎস্যখাত অগ্রণী ভূমিকা পালন করতে পারে। সুস্থ, সবল ও মেধাবী জাতি গঠনে নিরাপদ খাদ্য হিসেবে জনপ্রতি মাছ গ্রহণের পরিমাণ বাড়ানো আবশ্যক। পরিকল্পনার প্রধান লক্ষ্য ভিত্তি বছরের তুলনায় মাছের উৎপাদন ১১ শতাংশ বৃদ্ধি, চাষ করা মাছের উৎপাদন ১২ দশমিক ৫০ শতাংশ বৃদ্ধি ও পন্ড অ্যাকুয়াকালচার উৎপাদন ১৪ দশমিক ৮২ শতাংশ বৃদ্ধি।
এমওএস/এএসএ/এমএস