জাতীয়

ঢাকায় ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপিত

ঢাকায় ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপিত

ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

Advertisement

মঙ্গলবার (১৫ আগস্ট) হাই কমিশনের চ্যান্সারি প্রাঙ্গণে দিবসটি উদযাপন করা হয়।

এ বছর স্বাধীনতা দিবসের উদযাপন ভারতের স্বাধীনতার ৭৬তম বছরকে চিহ্নিত করে এবং ‘আজাদি কা অমৃত মহোৎসবে’র চলমান উদযাপনের অংশ হিসেবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে দিনটি উদযাপিত হয়।

ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা জাতীয় পতাকা উত্তোলন করেন ও জাতির উদ্দেশে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া ভাষণের অংশবিশেষ পড়ে শোনান।

Advertisement

অনুষ্ঠানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (আইজিসিসি) শিক্ষকদের নেতৃত্বে ভারতীয় সম্প্রদায়ের একদল সদস্য দেশটির জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

এসময় ভারতীয় সম্প্রদায় থেকে বিপুল সংখ্যক সদস্যের অত্যন্ত উৎসাহী অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

আইএইচআর/এমকেআর

Advertisement