দেশজুড়ে

শোক দিবসেও এমপি সমর্থকদের অস্ত্রের মহড়া

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় শোক দিবসেও অস্ত্রের মহড়া দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদের অনুসারীরা। মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার হোসেন্দী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

Advertisement

জানা গেছে, মঙ্গলবার দুপুরে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয় উপজেলা আওয়ামী লীগ। পৌর সদরের সৈয়দগাঁও থেকে কয়েক হাজার নেতাকর্মীর একটি মিছিল নিয়ে উপজেলা চত্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন তিনি। পরে ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক ভিপি ফরিদ উদ্দিন, শামসুজ্জামান দোহা, কেন্দ্রীয় যুবলীগের সদস্য তৌফিক হাসান সাগর, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন টিপু, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা সদর থেকে হোসেন্দী বাজার হয়ে পাটুয়াভাঙ্গা দরগা বাজারে ফেরার পথে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের সমর্থকের ওপর বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ অনুসারী আমজাদ হোসেন সবুজের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় তার লোকজন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এ সময় সাবেক সংসদ সদস্যের শোক দিবসের ব্যানার-ফ্যাস্টুনও ছিঁড়তে দেখা যায় তাদের। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিমেল মিয়া জানান, পাকুন্দিয়া থেকে অনুষ্ঠান শেষ করে ফেরার পথে আমাদের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে বর্তমান সংসদ সদস্যের অনুসারী আমজাদ হোসেন সবুজের নেতৃত্বে কিছু লোক। এসময় তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় ছাত্রলীগের কর্মী আশিকের মাথা ফেটে যায়।

তবে এমপি নূর মোহাম্মদের অনুসারী হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সবুজ বলেন, সাবেক সংসদ সদস্যের অনুসারীরা পাকুন্দিয়া থেকে অনুষ্ঠান শেষ করে ফেরার পথে হোসেন্দী বাজারে আমাদের ওপর হামলার চেষ্টা করে। পরে আমরা দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে প্রতিরোধ করি। এ ঘটনায় আহত হয়ে তাদের একজনের মাথা ফেটে গেছে।

এর আগে বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ তার সমর্থকদের নিয়ে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। পরে ঈদগাহ মাঠে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এ সময় পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম, ৭নং নারান্দি ইউনিয়ন চেয়ারম্যান মুসলেহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, দুই পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নিচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Advertisement

এসকে রাসেল/এফএ/এমএস