সাহিত্য

মঞ্চে আসছে থিয়েটার ইউল্যাবের নাটক ‘প্রায় তিন/চারজন’

আগামী ১৬ আগস্ট সন্ধ্যা ৭টায় থিয়েটার ইউল্যাব আয়োজিত বাংলা মঞ্চনাটক ‘প্রায় তিন/চারজন’ মঞ্চস্থ হতে যাচ্ছে। ইউল্যাব রিসার্চ বিল্ডিং অডিটোরিয়ামে নাটকটি মঞ্চস্থ হবে।

Advertisement

নাটকটি লিখেছেন কবি ও নাট্যকার জাহিদ সোহাগ। পরিচালনা করেছেন সারোয়ার জাহান উপল। থিয়েটার ইউল্যাবের সদস্যরা নাটকটিতে অভিনয় করবেন।

নাট্যকার খুবই সুনিপুণভাবে চরিত্রের স্বাতন্ত্র্য বজায় রেখে বর্তমান মানবজীবনের শূন্যতাকে তুলে ধরেছেন। নাটকের প্রধান চরিত্র ‘মা’। যার কাছে জীবন-মৃত্যু, মুক্তি-বন্দি কোনো কিছুই অর্থবহ নয়। তিনি পুরো নাটকে বারবার অবচেতন মনে মৃত নিখোঁজ সন্তানদের হ্যালুসিনেট করেন।

লেখকের অসামান্য সাহিত্যগুণে তা চমৎকারভাবে ফুটে উঠেছে। থিয়েটার ইউল্যাবের শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করেছেন নাটকটি মঞ্চস্থ করার জন্য।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ। নাট্যকার জাহিদ সোহাগ অনুষ্ঠানে উপস্থিত থেকে দর্শকদের সঙ্গে মতবিনিময় করবেন।

ইউল্যাবের পরিচালনা পর্ষদের সদস্যরা, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে দর্শক হিসেবে উপস্থিত থাকবেন।

এমএইচআর/এসইউ/এএসএম

Advertisement