গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস বিশ্বের বিভিন্ন মানুষকে তাদের অসাধারণ কাজের জন্য স্বীকৃতি দেয়। যেগুলো অন্য কেউ এখনো করতে পারেনি। নানান বিভাগে নারী-পুরুষ এই রেকর্ড অর্জন করেন। তবে ৩৬ বছর বয়সী ডেভিড রাশ ২০০টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস শিরোনাম ভেঙেছেন।
Advertisement
এমনকি একটি ভিডিওতে তিনি তার রেকর্ড ভাঙার পূর্ব প্রস্তুতি সম্পর্কেও জানিয়েছেন। অন্যদের পরামর্শ দিয়েছেন কীভাবে ঘরে বসে গিনেস রেকর্ড করা যায়। ডেভিড ঘরে বসেই এগুলোর অনুশীলন করেন এবং একের পর এক রেকর্ড ভাঙেন।
ডেভিডের রেকর্ডগুলোর মধ্যে উল্লেখযোগ্য রেকর্ডগুলো হলো-চিবুকের উপর একটি সাইকেল নিয়ে এবং মুখের মধ্যে ১২০ টিরও বেশি ব্লুবেরি নিয়ে সবচেয়ে দূরবর্তী দূরত্ব অতিক্রম করা, একটি স্ট্র দিয়ে এক লিটার লেবুর রস সবচেয়ে কম সময়ে পান করা, অন্য একজনকে সবচেয়ে কম সময়ে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে ফেলা, দ্রুততম সময়ে এক হাতে ১০টি টয়লেট পেপার রোল, ৩০ সেকেন্ডের মধ্যে মাথায় শেভিং ফোম রেখে তাতে সবচেয়ে বেশি টেবিল টেনিস বল ধরে রাখাসহ নানান রেকর্ড করেছেন।
আরও পড়ুন: টানা ৯৭৬ দিন হাঁচি দিয়ে বিশ্বরেকর্ড
Advertisement
এজন্য ডেভিড অনুশীলন করেছেন কয়েকদিন, তারপর তার কাজ রেকর্ড করেছে। ডেভিড পরামর্শ দেন প্রথমে অল্প অল্প করে অনুশীলন করা শুরু করতে হবে তারপর ধীরে ধীরে তা বাড়াতে হবে। এবং অবশ্যই রেকর্ড অর্জন করতে আপনার অনুশীলনে কিছু কৌশল ব্যবহার করুন।
যেমন-ডেভিড লেবুর রস পান করার আগে পানি পান করার অনুশীলন করেছেন। প্লাস্টিক পেপারে মোড়াত স্ত্রীকে মডেল বানিয়েছেন ঘরে, এরপর টয়লেট পেপার রোল করার অনুশীলন শুরু করেন প্রথমে দুই হাতে, যখন কাজটি দ্রুত করতে শিখে যান তখন একহাতে অনুশীলন শুরু করেন।
ডেভিডের শেষ রেকর্ডটি ছিল সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি টি-শার্ট পরা। ডেভিড রাশ এবং তার স্ত্রী জেনিফার রাশ, এক মিনিটে ৩৫টি-শার্ট পরার জন্য রেকর্ড করেন। এটি ছিল একটি দলীয় কাজ। তবে ডেভিড এখনো তার অনুশীলন চালিয়ে যাচ্ছেন। খুব শিগগির আরও অনেক রেকর্ড ভাঙতে যাচ্ছেন তিনি।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড
Advertisement
কেএসকে/জিকেএস