জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ২০ মার্চ ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘৩৪তম বিসিএসের প্রশ্নোত্তর’ নিয়ে জাগো জবসের ৪র্থ পর্বের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন?উত্তর : ১৭ মার্চ ১৯২০।২. প্রশ্ন : বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত?উত্তর : ফেনী।৩. প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সালে?উত্তর : ১৯৬৪ সালে।৪. প্রশ্ন : বাংলাদেশ শেয়ারবাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে?উত্তর : সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন।৫. প্রশ্ন : বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী কোনটি?উত্তর : নাফ নদী।৬. প্রশ্ন : Who is known as the ‘Lady of the Lamp’?উত্তর : Florence Nightingale.৭. প্রশ্ন : For which of the following disciplines Nobel Prize is awarded?উত্তর : All of the above.৮. প্রশ্ন : EURO is the currency of-উত্তর : Europe.৯. প্রশ্ন : জামাল নজরুল ইসলাম কে?উত্তর : বৈজ্ঞানিক।১০. প্রশ্ন : তাহরির স্কয়ার কোথায় অবস্থিত?উত্তর : কায়রো।১১. প্রশ্ন : আরব বসন্ত বলতে কী বোঝায়?উত্তর : আরবের বিভিন্ন দেশে গণজাগরণ।১২. প্রশ্ন : আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি?উত্তর : ভ্যাটিকান।১৩. প্রশ্ন : এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?উত্তর : ভারত।১৪. প্রশ্ন : লয়াজিরগা কোন দেশের আইনসভা?উত্তর : আফগানিস্তান।১৫. প্রশ্ন : শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?উত্তর : থাইল্যান্ড।১৬. প্রশ্ন : International Court of Justice- এর সদর দফতর কোথায় অবস্থিত?উত্তর : নেদারল্যান্ডসের দ্য হেগে।১৭. প্রশ্ন : অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দফতর কোথায়?উত্তর : লন্ডন।১৮. প্রশ্ন : IMF is the result of-উত্তর : Brettonwood Conference.১৯. প্রশ্ন : কোন সংস্থা ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে?উত্তর : UNESCO.২০. প্রশ্ন : D-৮ ভুক্ত দেশ নয়-উত্তর : ভারত।এসইউ/এমএস

Advertisement