খেলাধুলা

এভরিথিং উইল বি ফাইন

অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে দুজনকেই নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বোলিংয়ের সময় কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যাওয়ার অভিযোগে প্রথমে আরাফাত সানি এবং পরে তাসকিন আহমেদকে নিষিদ্ধ ঘোষণা করে আইসিসি।তবে আইসিসি তাদের নিষিদ্ধ করলেও এতে ভেঙে পড়েননি এই দুই টাইগার। জানাচ্ছেন সামনে সবকিছু একদম স্বাভাবিক হয়ে যাবে। শনিবার রাতে নিজের ফেসবুক পেইজে তাসকিন আহমেদ আইসিসির এমন সিদ্ধান্তে হতাশ হয়ে লেখেন, ‘কিছু বলার নেই’ (Nothing to say)।তার লেখাটিই আবার নিজের ফেসবুক পেইজে শেয়ার দিয়ে আরাফাত সানি লিখেছেন, ‘সবকিছু স্বাভাবিক হয়ে যাবে...’ (Everything will be fine...)প্রসঙ্গত, গত ১২ মার্চ চেন্নাই বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক্যাল সেন্টারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন সানি। তার দুই দিন পর, ১৫ মার্চ পরীক্ষা দিয়েছিলেন তাসকিন আহমেদও। এক সপ্তাহ পর শনিবার তাদের উভয়েরই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।আর তাতেই নিষিদ্ধ হলেন এ দুই তারকা। সানির পরীক্ষার ফলাফল ঘোষণায় এক সপ্তাহ সময় নেয়া হলেও তাসকিনের ফলাফল পাওয়া গেল মাত্র চার দিনের মাথায়।বাছাইপর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে তাসকিন ও সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন দুই অনফিল্ড আম্পায়ার এস রবি এবং রড টাকার। এরপর দিনই আনুষ্ঠানিকভাবে তাদের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ তোলে আইসিসি।বিএ

Advertisement