খেলাধুলা

তাসকিনের অ্যাকশন অবৈধ, বিশ্বাসই হচ্ছে না

একসাথে, একইদিনে বাংলাদেশের দুইজন বোলার নিষিদ্ধ হলো। এটা তো খুবই দুঃখজনক। গত এক-দেড় বছর বাংলাদেশের অন্যতম সেরা পারফরমার তারা দু`জন। দু`জনই ভালো খেলছিল। বাংলাদেশের জয়ে অসাধারণ অবদান রাখছিল। ফলে হঠাৎ করে এমন একটা বিষয় ঘটলো, যা আমাদের ক্রিকেটের জন্য বড় একটা ধাক্কা।বাংলােদেশের সাম্প্রতিক সাফল্যে জড়িয়ে তাদের নাম। গত বিশ্বকাপে, এরপর ভারত কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সব সিরিজেই দলের সঙ্গে ছিল তারা। দু`জনের জন্যই বিষয়টা দুঃজনক। আরাফাত সানির বিষয়টা নিয়ে একটু বলতে চাই। ঘরোয়া ক্রিকেটেও তার বোলিং অ্যাকশন নিয়ে কথা উঠেছিল। আগে থেকেই কিছুটা সমস্যা ছিল; কিন্তু তাসকিনের বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তার অ্যাকশনে কখনো কোনো সমস্যা দেখা যায়নি।অনেকেই ষড়যন্ত্রত্ব তুলে আনছে। ষড়যন্ত্রের বিষয়টা যেহেতু প্রমাণ নেই হাতে, তাতে নিশ্চিত করে কিছু বলারও নেই। এটা বিসিবিই দেখবে এবং আইনি প্রক্রিয়ায় এগুবে। তবে এমনটা হলে এটা হবে খুবই দুঃখজনক একটি ঘটনা। কারণ, তার অ্যাকশনে ১৫ ডিগ্রি প্লাস হওয়াটা অন্তত খালি চোখে কখনো দেখিনি। যদিও বাংলাদেশের ক্রিকেটে বিপক্ষে এটাকে কোচ হাথুরুসিংহেই বলেছিলেন ষড়যন্ত্র। স্পেশালি তাসকিনের বিষয়টা। তার অ্যকাশন তো অবৈধ হওয়ার কোনো কারণই দেখছি না।আমার বিশ্বাস তাসকিন-আরাফাত সানি, দু`জনই খুব দ্রুত ফিরে আসবে। যে সমস্যা তাদের অ্যাকশনে, এগুলো নিয়ে বিসিবি কিছুদিন কাজ করলেই আমি মনে করি তাদের দ্রুত ফিরে আসা সম্ভব। তাদেরকে ভিডিও ফুটেজ দেয়া হবে। সেগুলো দেখে তারা নিজেদের অ্যাকশন শুধরে তাড়াতাড়িই ফিরবে বলে আমার বিশ্বাস।তবে বিশ্বকাপের মাঝপথে নিষিদ্ধ করার ঘটনাটা দলের মধ্যে অবশ্যই প্রভাব ফেলবে। নৈতিকভাবে কিছুটা হলেও ডাউন হবে দলের সব ক্রিকেটার। তবে আশা করি আমাদের সেরা বোলার মুস্তাফিজের মধ্যেই দলে চলে আসবে। তাসকিন হয়তো বা থাকবে না। তার জায়গাটা মুস্তাফিজ নেবে। আরাফাত সানি তো দলে নিয়মিত ছিল না। আসা-যাওয়ার মধ্যে ছিল। ফলে, আশা করবো যে অতটা সমস্যা হবে না। ভালো দল যারা, তারা এ পরিস্থিতিতেও ওভারকাম করে নিতে পারে। এটা এখন বাংলাদেশ দলের জন্যও একটা পরীক্ষা।এই মুহূর্তে সানি-তাসকিন দু`জনেরই মানসিক অবস্থা ভেবে আমারও খুব খারাপ লাগছে। এ পর্যায়ে এসে নিষিদ্ধ হওয়া, ক্রিকেট থেকে দূরে চলে যাওয়া, এ অনুভূতি কেমন হতে পারে সে অভিজ্ঞতা যেহেতু আমার আছে, সেটা ভেবেই আমার খারাপ লাগছে বেশি। একটা বড় ইভেন্ট থেকে ফিরে আসতে হবে। ওদের মনটা তো অবশ্যই খারাপ হবে। এটা বলে বোঝানো যাবে না। তবে, এটাই জীবন। এটাকে মেনে নিতেই হবে এবং সেভাবে এগিয়ে যেতে হবে।লেখক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিায়ক।আইএইচএস/বিএ

Advertisement