খেলাধুলা

কোচ হিথ স্ট্রিকের ভাবনায় মুস্তাফিজ

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে এবং সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মুস্তাফিজের অভাবটা ভালোই বোধ করেছে বাংলাদেশ। সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে পরের ৩টি ম্যাচই জিততে হবে। সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাই মুস্তাফিজের ফিরে আসাটা খুব করে চাইছে বাংলাদেশের দর্শকরা।বাংলাদেশের বোলিং কোচ হিথ স্ট্রিকও আশাবাদী মুস্তাফিজের ফিরে আসার ব্যাপারে। তিনি বলেন, ‘মুস্তাফিজ তার পুরো গতির কাছাকাছি অবস্থাতেই বোলিং করছে। এর আগে প্রায় ৩ সপ্তাহ ধরে সে বোলিং করেনি। তাই ছন্দে ফেরার ব্যাপার আছে, সেভাবেই তাকে প্রস্তুত করা হচ্ছে।’ধর্মশালায় গ্রুপ স্টেজের একটা ম্যাচও খেলা হয়নি মুস্তাফিজের, তবে সেখানে এক ওভারের মতো বোলিং প্র্যাকটিস করেছেন নিয়মিত। ১৫ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে প্র্যাকটিসে স্পেল বাড়ালেও পাকিস্তানের বিপক্ষেও খেলা হয়নি তার। বেঙ্গালুরুতে এসে পুরো চার ওভার পর্যন্ত অনুশীলন করলেও তার পরের ম্যাচে ফেরা নিয়ে এখনই পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না।বেঙ্গালুরুর চিন্নাস্বামীর উইকেট সাধারণত ব্যাটিং স্বর্গ। এ উইকেটে প্রায়ই বড় ধরনের স্কোর হয়ে থাকে, তাই পরের ম্যাচে খেললেও এই উইকেটে অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইন আপের সামনে পারফর্ম করাটা সহজ হবে না মুস্তাফিজের জন্য। কোচও বললেন সে কথাই, ‘পরের ম্যাচে খেললেও তাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। সব বোলারের জন্যই আসলে চ্যালেঞ্জ হবে, সবাইকেই তার সেরাটা দিতে হবে এখানে।’তবে শুধুমাত্র পুরোপুরি সুস্থ থাকলেই মুস্তাফিজকে খেলানোর ব্যাপারে মত দিলেন কোচ ও অধিনায়ক। তার ব্যাপারে কোন ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজম্যান্ট। যদিও বেঙ্গালুরুতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য চার দিন সময় পাচ্ছেন বাংলাদেশের খেলোয়াররা। পাশাপাশি দীর্ঘ ভ্রমণ ও টানা খেলার পর কিছুটা বিশ্রামও নিয়ে নিচ্ছেন তারা।অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে জিততে হলে নিয়ন্ত্রিত বোলিংয়ের বিকল্প নেই মানছেন হিথ স্ট্রিক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বোলারদেরকে বলের শৃঙ্খলা বজায় রাখতে হবে। ঠিক জায়গায় বল করতে হবে এবং বলে বৈচিত্র্য আনতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভবত প্রতিটি ব্যাটসম্যানের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা এবং আমাদেরকে সেই পরিকল্পনা মতো বল করতে হবে। এজন্য আমরা ওদের নিয়ে বিশ্লেষণ করবো।’অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচে মুস্তাফিজের ফেরার দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। তিনি কি পারবেন আরও একবার তার কাটার এর ধুম্রজালে সবাইকে মন্ত্রমুগ্ধ করে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ তে বাংলাদেশের প্রথম জয় তুলে নিতে? উত্তরটা না হয় তোলাই থাক!আইএইচএস/বিএ

Advertisement