শিক্ষা

ঢাকা বোর্ডের সামনে আজও জড়ো হচ্ছেন এইচএসসি পরীক্ষার্থীরা

৫০ নম্বরের প্রশ্নপত্র ও পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে জড়ো হচ্ছেন এইচএসসি পরীক্ষার্থীরা। রোববার (১৩ আগস্ট) দুপুর ১টার দিকে বোর্ডের দ্বিতীয় ফটকের সামনে জড়ো হওয়ার চেষ্টা করেন ১৫-২০ জন শিক্ষার্থী। তবে সেখানে পুলিশের অবস্থানের কারণে এখনো মানববন্ধন বা বিক্ষোভ করার সুযোগ পাননি।

Advertisement

শিক্ষার্থীরা জানান, গত ১০ আগস্ট তারা বোর্ডের চেয়ারম্যানকে একটি স্মারকলিপি দিয়েছিলেন। বোর্ড চেয়ারম্যান কী সিদ্ধান্ত জানান, তা জানতে এসেছেন তারা।

অন্যদিকে শিক্ষার্থীদের আরেকটি প্রতিনিধি দল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি দিতে গেছেন। তারা ফিরলে বোর্ডের সামনে মানববন্ধন করতে পারেন।

বোর্ডের দুই নম্বর ফটকের একপাশে দাঁড়িয়ে থাকা মোহাম্মদপুর সরকারি কলেজের ৩-৪ জন শিক্ষার্থী জানান, কর্মসূচি হবে- এমন খবর ফেসবুকে পেয়ে তারা এসেছেন। বোর্ড চেয়ারম্যানের সিদ্ধান্ত জানতে তারা এসেছেন।

Advertisement

তারা আরও জানান, দাবি-দাওয়া নিয়ে আসলেও পুলিশের কারণে বোর্ডের ফটকে দাঁড়াতে পারছেন না। আরও শিক্ষার্থীরা আসছেন বলে তারা খবর পেয়েছেন। ৬০-৭০ জন শিক্ষার্থী যদি আসে, তাহলে তারা জড়ো হয়ে বিক্ষোভ করবেন।

জানতে চাইলে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জাগো নিউজকে বলেন, ‘হাতেগোনা কয়েকজন শিক্ষার্থী এসব করে বেড়াচ্ছে। তাদের দাবি যৌক্তিক না। পরীক্ষা শুরুর মাত্র তিনদিন বাকি। এখন পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা সম্ভব নয়। এটা শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে, আরও কেউ এলে জানিয়ে দেওয়া হবে।’

এএএইচ/এমআরএম/জেআইএম

Advertisement