জাতীয়

অনির্বাচিত জনপ্রতিনিধির কারণে চট্টগ্রামের বেহাল দশা: ডা. শাহাদাত

অনির্বাচিত জনপ্রতিনিধির কারণে চট্টগ্রামের আজ বেহাল দশা বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

Advertisement

শনিবার (১২ আগস্ট) বিকেলে নগরীর কাজীর দেউড়ি সংলগ্ন দলীয় কার্যালয়ে আরফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল শেষে অসহায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ করে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত বলেন, শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত উন্নয়ন সভা হয়েছে। আমরা পত্র-পত্রিকায় এটা জানতে পেরেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সিডিএ চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ওই সভায় উপস্থিত হননি। এতে প্রমাণ করেছে তারা জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছেন না। তারা নিজেদের ভাগ্য উন্নয়নে কাজ করছেন।

তিনি বলেন, শুধু তাই নয়, তারা জনগণের ভোটে নির্বাচিত নয় বলে জনগণের কাছে কোনো জবাবদিহি নেই। নগর উন্নয়নে তাদের কোনো মাথাব্যথা নেই। নগর উন্নয়ন নিয়ে তাদের নেই কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা। সিডিএ দুষছে সিটি করপোরেশনকে, সিটি করপোরেশন দুষছে সিডিএকে। তাদের দুই সংস্থার সমন্বয়হীনতার কারণে আজ নগরবাসী সীমাহীন দুর্ভোগে ভুগছে। তাদের ব্যর্থতার কারণে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

Advertisement

আরাফাত রহমান কোকোর বিষয়ে ডা. শাহাদাত বলেন, তিনি ছিলেন একজন মেধাবী ক্রীড়া সংগঠক। আরাফাত রহমান কোকো রাজনীতিবিদ ছিলেন না, তিনি একজন মেধাবী ক্রীড়া সংগঠক ছিলেন। বিতর্কিত ওয়ান-ইলেভেন সরকারের চরম নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। অতি অল্প সময়ের মধ্যে ক্রীড়াঙ্গনে বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে আরাফাত রহমান কোকো নিজেকে স্মরণীয় করে রেখেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরফাত রহমান কোকো স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি শাহীন হায়াত। সাধারণ সম্পাদক এন মোহাম্মদ রিমনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য মনজুরুল আলম চৌধুরী মনজু, কামরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সোলেমান মনজু, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন, নগর বিএনপির সাবেক নেতা হাজী নুরুল আকতার, শহীদুল ইসলাম, আবদুল হালিম স্বপন।

আরও উপস্থিত ছিলেন- ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার খান, এস এম মফিজ উল্লাহ, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপন, মো. জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আলী, আজিজুল হক মাসুম, আব্দুল আহাদ রিপন, যুবদল নেতা মোহাম্মদ সালাউদ্দীন, মোহাম্মদ আলাউদ্দীন, ইদ্রিস আলী, আরফাত রহমান কোকো স্মৃতি সংসদের সহ সভাপতি নাজমুল হায়দার, আবদুল্লাহ আল হাসান মানিক, কিং মোতালেব, এনামউল্লাহ এনাম, রাসেদুল ইসলাম রাসুদ, যুগ্ম সম্পাদক এস এম ইউছুপ, শাহারিয়ার আহমেদ, মোহাম্মদ মাঈনউদ্দিন, সাইফুল ইসলাম সায়েল, মোহাম্মদ সাইফুদ্দীন ওয়াসিম, কাজী মোজাম্মেল হক, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার, মিঠুন দাস, এম এ শুক্কুর, মোহাম্মদ বেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগ হোসাইন, মামুন পাটোয়ারী নীরব, নাজিম উদ্দিন নয়ন, মো. সাদ্দাম হোসেন, মোহাম্মদ রিদুয়ান, তৌহিদুল ইসলাম, আবু সৈয়দ রিকু, প্রান্ত বসাক, মো. আলাউদ্দিন মনি, মোহাম্মদ জাহেদ প্রমুখ।

ইকবাল হোসেন/কেএসআর

Advertisement