প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার হাতে ইয়েমেনে অপহরণের শিকার জাতিসংঘের কর্মকর্তা বাংলাদেশি নাগরিক লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ কে এম সুফিউল আনাম।
Advertisement
বৃহস্পতিবার (১০ আগস্ট) গণভবনে সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন>> দেশে ফিরেছেন ইয়েমেনে অপহৃত জাতিসংঘ কর্মকর্তা সুফিউল আনাম
এ সময় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ উপস্থিত ছিলেন।
Advertisement
ইয়েমেনে আল কায়েদার হাতে ১৮ মাস বন্দি থাকার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় জাতিসংঘের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনামকে এনএসআইয়ের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। সুফিউল আনাম বুধবার (৯ আগস্ট ২০২৩) বিকেলে দেশে ফিরেছেন।
আরও পড়ুন>> ইয়েমেনে অপহৃত জাতিসংঘের কর্মকর্তা সুফিউল উদ্ধার
এসইউজে/এমএএইচ/জেআইএম
Advertisement