দেশজুড়ে

বৃষ্টিতে কদর বেড়েছে ছাতা কারিগরদের

সারাবছর তেমন একটা কাজ থাকে না ছাতা কারিগরদের। তবে বর্ষা যেন তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। কারণ, বর্ষা এলেই কদর বাড়ে তাদের। আর গেলো কয়েকদিনের টানা বৃষ্টির কারণে রাঙ্গামাটির ছাতা কারিগররাও ব্যস্ত সময় পার করছেন।

Advertisement

বুধবার (৯ আগস্ট) দুপুর আড়াইটায় রাঙ্গামাটির ভেদভেদি বাজারের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অফিসের সামনে ফুটপাতে ছাতা মেরামতে ব্যস্ত ছিলেন রহিম মিয়া। দীর্ঘ ২৭ বছর ধরে তিনি এ কাজের সঙ্গে যুক্ত।

কাজের ফাঁকে কথা হয় এই ছাতা কারিগরের সঙ্গে। রহিম মিয়া বলেন, মোটামুটি এখন কাজ হচ্ছে। বৃষ্টির দিনে ছাতা মেরামতের কাজ একটু বেশি হয়। তবে অন্য সময় তেমন একটা কাজ থাকে না।

রাঙ্গামাটি সরকারি কলেজ গেটের সামনে বসা ছাতা কারিগর আব্দুর গফুর বলেন, এখন কিছু কাজ আছে। তবে অন্য সময় বসেই থাকতে হয়।

Advertisement

বনরুপার আরেক ছাতা কারিগর রহমত আলী বলেন, বৃষ্টি হলে ছাতা মেরামতের মোটামুটি কাজকর্ম হয়। তবে বছরের অন্য দিনগুলোতে সেরকম কাজ হয় না।

সাইফুল উদ্দীন/এমআরআর/এএসএম