আন্তর্জাতিক

সুপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির পথে ইরান

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদরা সুপারসনিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করার প্রযুক্তি হাতে পেয়েছে। নিউজ নেটওয়ার্ক তাসনিম জানিয়েছে, অভ্যন্তরীণভাবে ডিজাইন করা ওই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে কয়েকগুণ বেশি গতিতে উড়তে সক্ষম হবে।

Advertisement

সংবাদমাধ্যমটি (বুধবার) জানিয়েছে, স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্রটি ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি নতুন প্রজন্ম। বর্তমানে এই ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার পর্যায়ে রয়েছে। নতুন প্রজন্মের ওই ক্ষেপণাস্ত্রটি ইরানের প্রতিরক্ষা প্রযুক্তিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে জানানো হয়েছে। কারণ এই ক্ষেপণাস্ত্রকে আটকানো অত্যন্ত কঠিন।

আরও পড়ুন>মস্কোর কাছে কারখানায় বিস্ফোরণ, আহত ৪৫

এখন পর্যন্ত ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণের জন্য একটি রকেট-সহায়ক টেকঅফ বা রাটো ইঞ্জিনের ওপর নির্ভরশীল ছিল। দ্বিতীয় পর্যায়ের জন্য তুলু বা সানরাইজ নামে একটি টার্বোজেট ইঞ্জিন ডিজাইন করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন>ভূমধ্যসাগরে ফের নৌকাডুবি, ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা

ইরানের সামরিক বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা সাম্প্রতিক বছরগুলোতে নিজস্ব সামরিক সরঞ্জাম তৈরিতে অসাধারণ সাফল্য দেখিয়েছে। তাদের এইসব অর্জন সশস্ত্র বাহিনীকে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে।

এমএসএম

Advertisement