বলিউড তারকা অক্ষয় কুমার অভিনীত ‘ওহ মাই গড-২’ সিনেমার নির্মাতাকে আইনি নোটিশ পাঠালেন ভারতের মহাকালেশ্বর মন্দিরের পুরোহিত। সেন্সরের তরফে ‘এ’ ক্যাটাগরির ছাড়পত্র পাওয়ার পর সিনেমা থেকে মন্দির চত্বরে শুট হওয়া দৃশ্য সরিয়ে ফেলার দাবি জানিয়ে চিঠি লেখা হয়েছে।
Advertisement
আরও পড়ুন: প্রশংসা কুড়াচ্ছে অক্ষয়ের ‘ওহ মাই গড-২’ সিনেমার ট্রেলার
মহাকালেশ্বর মন্দিরের পুরোহিত চিঠি লিখলেন অক্ষয় কুমারের সিনেমাতাকে নির্মাতাকে। এছাড়াও জেলা কালেক্টরকেও একটি মেমো দিয়েছে মঙ্গলবার আয়োজিত জন সুনাইয়ের সময়। সেখানে তিনি দাবি তুলেছেন এ সিনেমা ওই জেলায় প্রদর্শন বন্ধ করা উচিত।
মহাকাল মন্দিরের পুরোহিত মহেশ শর্মা বলেন, ‘আমরা প্রথম থেকেই ‘ওহ মাই গড-২’ সিনেমার বিরোধিতা করে এসেছি। কারণ মিডিয়ার মাধ্যমে খবর পাওয়া যাচ্ছিল যে বেশ কিছু অপ্রীতিকর দৃশ্য রয়েছে সিনেমায়। আমরা বিরোধিতা করি এবং সফলও হই। সিনেমার ২০ দৃশ্যে কাটা হয়েছে এবং সিনেমাকে ‘এ’ ছাড়পত্র দেওয়া হয়েছে সেন্সর বোর্ডের পক্ষে।’
Advertisement
আরও পড়ুন: আলিয়া-রণবীরের সিনেমা প্রথম সপ্তাহে কত আয় করেছে?
তিনি আরও বলেন, ‘এখন আমাদের দাবি হচ্ছে মহাকাল মন্দির, মহাদেব এবং মহাকাল চত্বর সম্পর্কিত সমস্ত দৃশ্য সিনেমা থেকে বাদ দিতে হবে। যদি ওই দৃশ্যগুলো না সরানো হয় তাহলে আমরা ক্রিমিন্যাল কেস রেজিস্টার করব। আমরা প্রয়োজনে হাইকোর্টেও যাব এবং গোটা দেশ থেকেই সিনেমাটি নিষিদ্ধ করার দাবি জানাব।’
এছাড়াও তারা জেলার কালেক্টরের কাছে একটি মেমোরেন্ডাম জমা দিয়েছেন এবং তার কাছে অনুরোধ জানিয়েছেন যে যদি জেলায় এ সিনেমা মুক্তি পায় তাহলে তা নিষিদ্ধ করা হয় যেন। ‘অল ইন্ডিয়া পূজারি মহাসঙ্ঘ’-এর হয়ে আইনজীবী অভিলাষ ব্যাস এই নোটিশ পাঠিয়েছেন সিনেমার পরিচালক অমিত রাই, প্রযোজক বিপুল শাহ ও চন্দ্রপ্রকাশ দ্বিবেদী, অভিনেতা অক্ষয় কুমারের কাছে। এছাড়া তিনি ওই চিঠি পাঠিয়েছেন সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন যোশীকেও।
‘ওহ মাই গড-২’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ১১ অগাস্ট। এটি পরেশ রাওয়াল ও অক্ষয় কুমার অভিনীত ‘ওহ মাই গড’ সিনেমার সিক্যুয়েল।
Advertisement
এমএমএফ/জিকেএস