শিক্ষা

বিদেশে উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে ঢাকায় বসছে শিক্ষামেলা

ঢাকায় শিক্ষামেলা মেইসেস অ্যাডুকেশন মিট-২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শুক্রবার (১১ আগস্ট)। রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে এ শিক্ষামেলা অনুষ্ঠিত হবে।

Advertisement

শিক্ষার্থীদের বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে এ মেলার আয়োজন করেছে শিক্ষাবিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান মেইসেস।

অনুষ্ঠানে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান এবং মালয়েশিয়ার ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সফরকারী দলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও পরামর্শ নেওয়ার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।

বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরাসরি আলাপ-আলোচনা ও পরামর্শের সুযোগ, বিদেশে অধ্যয়নের সম্ভাবনা, বৃত্তি, ছাত্রজীবনের অভিজ্ঞতা, জীবনযাত্রা, কোনো নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির যোগ্যতা এবং অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের জানার উদ্দেশে বৃহৎ পরিসরে অ্যাডুকেশন মিটের আয়োজন করছে প্রতিষ্ঠানটি।

Advertisement

প্রতি বছর এ অনুষ্ঠানে বিদেশে পড়তে আগ্রহী দুই হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেন। এবারও শিক্ষার্থীরা বিনামূল্যে অংশ নিতে পারবেন। তবে ওয়েবসাইট থেকে studyabroadwithmaces.com নিবন্ধন করতে হবে।

এএএইচ/এমকেআর/এএসএম